ঘটনাবহুল মহরম:
ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহরম।মহরম অর্থ সম্মানিত। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন,’আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই মাসের সংখ্যা ১২। এর মধ্যে চারটি মাস(মহরম,রজব,জিলকদ,জিলহজ)সম্মানিত। হাদিসে মহরমকে’শাহরুল্লাহ’ বা আল্লাহ্র মাস বলা হয়েছে।(মাজহারী)
আশুরা অর্থ দশম তারিখ।
মহরমের ১০তারিখকে আশুরা বলা হয়।আল্লাহ তাআলা এদিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং আদম
(আ:) কে সৃষ্টি করেছেন।এদিনে নুহ(আ.)-এর প্লাবন সমাপ্ত হয়।এদিনে ইব্রাহিম(আ.)নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে মুক্তি পান।এদিনে ইউনুছ(আ.)মাছের পেট থেকে মুক্তি পান।আইয়ুব(আ.)রোগ মুক্তি লাভ করেন।সুলাইমান(আ.)তার হারানো রাজত্ব ফিরে পান।এদিনে ইয়াকুব(আ.)তার হারানো পুত্র ইউসুফ(আ.)-কে ৪০বছর পর ফিরে পান।এদিনে ইসা(আ.) জন্ম গ্রহণ করেন এবং এদিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেয়া হয়।মুসলমানদের জন্য পূর্বে আশুরার রোজা ফরজ ছিল।দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা সুন্নাত রয়ে যায়।তবে সুন্নাত রোজার মধ্যে আশুরারর রোজা সর্বাধিক ফজিলতপূর্ণ।(তিরমিজি)
মুআবিয়া(রা.) এর মৃত্যুর পর ৬৮০খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে পুত্র ইয়াজিদ মসনদে আরোহণ করলে মক্কা, মদিনা, কুফাসহ বহু
অঞ্চলের মানুষ তাকে খলিফা হিসেনে অস্বীকৃতি জানান।জনগন
হজরত হোসাইন(রা.)কে খলিফা হিসেবে দেখতে চান।মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ওফাতের অর্ধশতাব্দি পর৬১ হিজরির ১০ মহরম শুক্রবার কুফায় হোসাইন(রা.) শাহাদত বরণ করেন।কারবালার ট্রাজেডি আশুরাকে শোকাবহ করে তুলেছে। মহানবী (সা:)বলেন,যে ব্যক্তি আশুরার দিবসে তার পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করবে,আমি আশাবাদী আল্লাহ তাআলা সারা বছর তার জন্য ভালো আয়োজন রাখবেন। ‘(আবুদাউদ)
সালাহউদ্দিন জুয়েল
সহকারী অধ্যাপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।