নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ শনিবার বিকেলে সোনারগাঁও পৌরসভা সংলগ্ন আলোঘর পাঠাগারে সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও সাহিত্য নিকেতনের ভারপ্রাপ্ত সভাপতি রহমান মুজিবের সভাপতিত্বে সাহিত্য সভায় উপস্থিত ছিলেন কবি শাহেদ কায়েস, সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, লেখক মোহাম্মদ মোহসীন, কবি এইচ এস সরোয়ারদী, সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংবাদিক মাজহারুল ইসলাম, কবি এরশাদ হুসাইন অন্য ও কবি শংকর প্রকাশ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, সোনারগাঁও সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বাবুল মোশাররফ স্মরণে শীঘ্রই একটি স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সোনারগাঁও সাহিত্য নিকেতনের মুখপত্র লিটল ম্যাগাজিন “চর্চায়” বাবুল মোশাররফ স্মরণ সংখ্যা প্রকাশ করবে। এ সংখ্যায় বাবুল মোশাররফ এর স্মৃতি নিয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে লেখা দেয়ার জন্য সবাইকে আহ্বান করা হয়েছে। পরে আগামী সভায় সোনারগাঁও সাহিত্য নিকেতনের কমিটি পূর্নগঠনের সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সভা শেষ হয়।