• বিকাল ৪:৫৮ মিনিট বৃহস্পতিবার
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত, বাবাসহ আরেক ছেলে আহত সোনারগাঁয়ে ৯ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ বন্দরে প্রবাসীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা সোনারগাঁয়ের ১১ জনের মনোনয়ন বৈধ ২ জন বাতিল হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন আয় কমেছে এমপি খোকার ও তার স্ত্রীর বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকের ৭ দিন পর মৃত্যু বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকেন ৭ দিন পর মৃত্যু নদীতে ডুবে যাওয়ার ২১ ঘন্টা পর শিশু রিয়াদের লাশ উদ্ধার বন্দরে কিশোর সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার নাইটগার্ড আহত ২৪০ দিনে কুরআনে হাফেজ হলেন খালিদ সাইফুল্লাহ রিদওয়াদ আওয়ামীলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তৃণমুল বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে নাম লেখালের এডভোকেট রোকন সোনারগাঁয়ে ১২ বছরের মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ সোনারগাঁয়ে বড় ভুমিকম্প মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট সোনারগাঁ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) এর বৃত্তি পরীক্ষা শুরু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১২ জনের মনোনয়নপত্র জমা
সোনারগাঁয়ে বাড়ছে ছুরি, হোগরা ও কাঠের গুড়ি বিক্রি

সোনারগাঁয়ে বাড়ছে ছুরি, হোগরা ও কাঠের গুড়ি বিক্রি

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এখনও অনেকে গরু কিনছেন। সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে এখনো চলছে গরুর বেচাকেনা। আর কোরবানির পশু জবাই করা ও মাংস কাটার জন্য বিভিন্ন ধাপে ছুরি, দা, চাপাতি, হুগলা (চাটাই), কাঠের গুড়ি বেশি প্রয়োজনী। ইতোমধ্যে নগরীর বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে এসবের নিয়ে বসেছে বিক্রেতারা।

২১ আগস্ট সোমবার দুপুরে সরেজমিনে উপজেলার মোগরাপাড়া চৌরাস্থা, পিরোজপুর নিউটাউন, কাঁচপুর, সাদিপুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ওই দৃশ্য। ছাতা মাথায় দিয়ে পশু জবাইয়ের জন্য ও মাংস কাটার জন্য প্রয়োজনীয় তৈজশপত্র নিয়ে বসে আছেন বিক্রেতারা। কিন্তু গত বছরের তুলনায় এবছর এসব জিনিস পত্রের দাম অনেক বেশি বলে দাবি কয়েকজন ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন মানভেদে দামও ভিন্ন।

মোগরাপাড়া চৌরাস্তা কাঠের গুড়ি ও হুগলা বিক্রেতা কামাল জানান, কাঠের গুঁড়ি সব থেকে ছোট যেটি সেটি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। আর সব থেকে বড় গুঁড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। আর কিছু ক্রেতা আরো বড় গুঁড়ির জন্য অর্ডার দিচ্ছেন সেগুলো ১ হাজার থেকে ১২০০ টাকা। এছাড়াও ৪ বাই ৫ হাতের একটি হুগলা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। আর ৩ বাই ৪ হাতের একটি হুগলা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি জানান, এখন গরু কেনার সাথে এসব জিনিস পত্রের খুব চাহিদা। এসব জিনিস পত্র বেশি বিক্রি হয় ঈদের আগের দিন রাত পর্যন্ত। আবার ঈদের দিনও। তাই সবাই আগে থেকেই দোকান নিয়ে বসেছে।

একই জায়গায় বিক্রি হচ্ছে ছুরি, দা, চাপাতি, বটি সহ লোহার বিভিন্ন সামগ্রী। ওইসব দোকানেও একই অবস্থা। নেই ক্রেতা তারপরও আগে থেকেই ভ্রাম্যমান দোকান নিয়ে বসে আছেন বিক্রেতারা।

বিক্রেতা আমির উদ্দিন বলেন, আকার ভেদে একটি ছুরি সর্বনি¤œ ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দা ৩০০ থেকে ১০০০ টাকা, চাপাতি ৫০০ থেকে ১৫০০ টাকা ও বটি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত ধরে বিক্রি হচ্ছে।

তিনি বলেন, হোগরা কাঠের গুঁড়ি যখন ক্রেতারা নিবেন তখনই এসব জিনিস পত্র বিক্রি হবে। অনেকে আবার আগে থেকেই কিনে রাখে। দামও এবার তেমন বেশি না।

১২০ টাকা দিয়ে হুগলা ক্রেতা আয়ুব আলী বলেন, গতবার ৩ থেকে ৪ হাতের একটি হুগলা ৮০টাকা দিয়ে কিনেছি এবার সেটা ১২০ টাকার কম বিক্রি করে না। সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। কাঠের গুঁড়ি কিনবো মাঝারী সাইজের সেটাও দাম চায় ৭০০ টাকা। কম বিক্রি করলেও ৫০০ টাকার নিচে রাজি হবে না।

বিক্রেতা সোহেল বলেন, দাম বেশি না। মূলত আকার অনুযায়ী প্রতিটি জিনিসের দাম ভিন্ন আছে। যার কম দামী প্রয়োজন তিনি কমদামি নিতে পারেন। এখন দাম কম আছে যখন চাহিদা বাড়বে তখন দামও কিছুটা বেড়ে যাবে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution