ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। বুধবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
টুইটারে সোনালী বেন্দ্রে লিখেছেন, “আপনি যা আশা করেননি মাঝে মাঝে হঠাৎ করেই তা আপনার সামনে চলে আসে। সম্প্রতি আমার উচ্চ মাত্রার ক্যানসার ধরা পড়েছে, এটি দ্বিতীয় ধাপে পৌঁছে গেছে, যা থেকে ফেরার কোনো সম্ভবনা নেই। সামান্য ব্যথার কারণে কিছু পরীক্ষা করানো হয় এরপরই অনাকাঙ্ক্ষিত এই রোগটি ধরা পড়ে। আমার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে দেখতে ভিড় করছেন। একজন মানুষ যেমনটা আশা করেন, তেমনি তারাও সবরকম সহযোগিতা করছেন। আমি সৌভাগ্যবান এবং তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও লেখেন, “দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়ার কোনো বিকল্প নেই। আমার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউ ইয়র্কে চিকিৎসা নিচ্ছি। আমরা এখনো আশাবাদী এবং এই পথ চলতে গিয়ে সকল লড়াইয়ের জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। বিগত কয়েকদিন আমি যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি এটি আমাকে এ বিষয়ে সাহায্য করবে। আমি এই লড়াই এগিয়ে নিচ্ছি কারণ জানি আমার পেছনে পরিবার ও বন্ধু রয়েছেন।”
১৯৯৪ সালে গোবিন্দর বিপরীতে আগ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সোনালী বেন্দ্রে। পরবর্তী সময়ে রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সর্বশেষ ২০১৩ সালে ওয়ান্স আপন অ্যায় টাইম ইন মুম্বাই দোবারা সিনেমায় দেখা গেছে তাকে। এরপর থেকে ছোট পর্দায় একটি ফিকশন ও একটি রিয়েলিটি শো করতেন এই অভিনেত্রী।
নিউজবাংরাদেশ.কম/