নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় পুরষ্কার পেয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শিশু শিল্পী নওরিন। ভাবসঙ্গীতে অনবদ্য নৈপুন্য প্রদর্শন করে সাফল্য ছিনিয়ে নেয় এ মেধাবী শিশু শিল্পী। এ বিভাগে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জয় করে সে।
পরে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট। বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। পুরষ্কার বিতরন শেষে বিজয়ীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই প্রতিযোগিতায় সারাদেশের এক হাজারেরও বেশি শিশু-কিশোর অংশ নেয়। উপজেলা থেকে প্রতিযোগীতায় শ্রেষ্ঠত্ব দেখিয়ে বিচারক এবং দর্শকদের মুগ্ধ করে নওরিন। পুরষ্কার বিজয়ের পর নওরীন সাংবাদিকদের জানান, ভবিষ্যতে বড় শিল্পী হয়ে দেশের মানুষকে বিনোদিত করতে চায় সে। নওরীন বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। সে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম শাহীনের জেষ্ঠ্য কন্যা। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের বরাব গ্রামে বসবাস করে। তার শিক্ষাগুর বাউল সম্রাট সফি মন্ডল দোয়া প্রার্থী।