দারুচিনি
দারুচিনি গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
হলুদ
আধা চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। তারপর অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ভালো করে।
আদা
আদা থেঁতো করে মোটা দানার চিনি ও সামান্য অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। মিশ্রণটি ত্বকে দুই মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন ১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।
তুলসি
গরম পানিতে কিছুক্ষণ তুলসি পাতা ভিজিয়ে রেখে বেটে নিন। এর সঙ্গে বেসন ও মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।