শোবিজ অঙ্গনেও লেগেছে বিশ্বকাপের এমন উত্তাপ। তার মধ্যে দেশের তারকা অভিনেত্রী জয়া আহসানের উত্তাপটা যেনো যে কারো চেয়ে বেশি! কারণ, প্রিয় দলকে সাপোর্ট দিতে নিজেই চলে যাচ্ছেন রাশিয়ায়!
কোন দল সাপোর্ট করেন জয়া? এমন প্রশ্ন করা হয়েছিলো কলকাতার একটি ম্যাগাজিনের তরফ থেকে। অভিনেত্রীরর সাফ সাফ জবাব, ব্রাজিল ছাড়া আর কিছু হতেই পারে না!
তারমানে ব্রাজিলকে সমর্থন দিতেই রাশিয়ার মাঠে থাকবেন জয়া! কবে যাচ্ছেন রাশিয়ায়? এমন প্রশ্নেরও জবাব দিলেন তিনি। বললেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দিবেন তিনি। ধারনা করা হচ্ছে, ঈদের পরেই হয়তো প্রিয় দলের খেলা দেখতে রাশিয়া যাবেন জয়া।
এদিকে ঢাকা-কলকাতার সিনেমায় অভিনয়ে তুমুল ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন জয়া। আসছে সেপ্টেম্বরে তার প্রযোজনায় প্রথম চলচ্চিত্র ‘দেবী’র প্রমোশন নিয়েও ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। হুমায়ূন আহমেদের গল্পে অনম বিশ্বাসের পরিচালনায় এই ছবিটি প্রযোজনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন।সুত্র চ্যালন আই