আপাতত বাঙালি টেলিভিশন দর্শকের কাছে পরিচিত নাম। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’।
সেই ঐন্দ্রিলা কলকাতা ছাড়লেন! অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজ কিন্তু সেই খবরই দিচ্ছে। অর্থাত্ কলকাতা ছা়ড়ার খবর নিজেই জানিয়েছেন ঐন্দ্রিলা।
দু’দিন আগে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন ঐন্দ্রিলা। ক্যাপশনে লেখেন, ‘বাই বাই কলকাতা’। অর্থাত্ কলকাতা যে ছেড়েছেন, তার ইঙ্গিত স্পষ্ট। কিন্তু কোথায় গেলেন নায়িকা?
না! কলকাতা ছেড়ে কোথায় গিয়েছেন সে সম্বন্ধে স্পষ্ট কিছু জানাননি অভিনেত্রী। তবে এই মুহূর্তে ‘ফাগুন বউ’ ধারাবাহিকের সঙ্গেই যুক্ত তিনি। ফলে তার শুটিংয়েই ঐন্দ্রিলার কলকাতার বাইরে যাওয়ার সম্ভাবনা বলে মনে করছেন দর্শকদের একটা বড় অংশ। এই ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এই জুটি দর্শকদের পছন্দ হয়েছে। তাই অনস্ক্রিনের পাশাপাশি তারকাদের অফস্ক্রিনের ঘোরাফেরা নিয়েও কৌতূহল রয়েছে দর্শক মহলে।