নিউজ সোনারগাঁ২৪ডটকম:
পরিবারের খরচ বহন করা থেকে নিজের ব্যবসা শুরু করা, এমন নানা ইচ্ছে রয়েছে তাঁর। তাই নিজের ভার্জিনিটি বিক্রি করেন কুড়ির যুবতী জ্যাসমিন। প্রেমের শহর প্যারিসে থাকেন তিনি। একটি ভিডিয়ো মেসেজে তিনি তাঁর যৌন জীবনের প্রথম রাতের সত্ত্ব বিক্রি করতে চেয়ে বিজ্ঞাপন দেন। যে ব্যক্তি শেষ পর্যন্ত তাঁর ভার্জিনিটি কেনেন, তাঁর প্রেমেই এখন মশগুল জ্যাসমিন।
সিন্ডেরেলা এসকর্ট নামের একটি সংস্থার সাহায্যে নিলামে তোলেন নিজের ভার্জিনিটি। লস অ্যাঞ্জেলেসের এক DJ দর হাঁকেন ৯ লক্ষ ইউরো। তার আগে এক জার্মান রিয়েল এস্টেট ব্যবসায়ী দর হাঁকেন ৬ লক্ষ উইরো। কিন্তু ১০ লক্ষ পাউন্ড দর দিয়ে নিউ ইয়র্কের এক ওয়াল স্ট্রিট ব্যাঙ্কার শেষ পর্যন্ত কিনে নেন তাঁর প্রথম রাতের সত্ত্ব।
ভিডিয়োতে জ্যাসমিন বলেন, ‘আমার পরিবার অত্যন্ত ধর্ম বিশ্বাসী। তাই ভার্জিনিটি আমার কাছে খুব গুরুতর বিষয় ছিল। ভেবেছিলাম বিয়ের পরইই তা তুলে দেব স্বামীর কাছে। কিন্তু আমি অন্য কিছু ভেবেছি। প্যারিসের মতো শহরে থাকতে গেলে অনেক খরচ বহন করতে হয়। তা ছাড়া বিশ্বের বহু দেশ দেখা এবং নিজের ব্যবসা শুরু করার ইচ্ছে রয়েছে। যাতে আমি ভবিষ্যতে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি।’