নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বিএনপি জমায়েতসহ অন্যান্য দলের টানা তিন দিনের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে চলছে ঢিলেঢালা অবরোধ। অবরোধের প্রথম দিনে মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর ও মেঘনায় অল্প সংখ্যক যাত্রীবাহি গাড়ি। এছাড়া মহাসড়কে দেখা গেছে পন্যবাহি ট্রাক ও প্রাইভেটকার।
জানাগেছে, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে তিন দিনের অবরোধ দিয়েছে বিএনপি জামায়েতসহ সমমনা দলগুলো। অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চলছে যাত্রীবাহি গাড়ি ও অন্যান্য পরিবহন। সকাল থেকে ছেড়ে গেছে রাজধানীতে অসংখ্য যাত্রীবাহি বাস। এছাড়াও মহাসড়কে চলছে অন্যান্য যাত্রীবাহি লোকাল বাস ও ট্রাক। অবরোধে প্রভাব পড়তে দেখা যায়নি মার্কেট, বিপনি বিতান ও বাজারগুলোতে। প্রতিদিনের ন্যায় বাজারগুলোতে ছিল সকাল থেকে সাধারন মানুষের আনাগুনা। তবে সকাল ১০টা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর এলাকার কেওঢালা এলাকায় কয়েকজন যুবক এসে কয়েকটি গাড়ি ভাংচুর করে একটি প্রিকাপভ্যানে আগুন দিয়েছে।
সরেজমিনে মোগরাপাড়া চৌরাস্তা, মেঘনা ও কাঁচপুর ঘুরে দেখা যায় সকাল থেকে মহাসড়কে টুকিটাক লোকাল বাস ও অটোরিক্সা চললেও দিন বাড়ার সাথে সাথে মহাসড়কে চলছে যাত্রীবাহি বাস, পন্যবাহি ট্রাকসহ অন্যান্য ছোটখাটো যানবাহন। এদিকে অবরোধে যে কোন ধরনের নৈরাজ্য ঠেকাতে জনগনের নিরাপত্তা রক্ষায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছেন। এছাড়া মহাসড়কে পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব ও বিজিবি এর টহল।