নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়নে আগামীকাল (৫ই ফেব্রুয়ারী) শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁ জোনের জেনারেল ম্যানেজার জোনাব আলী।
তিনি জানান, জাতীয় গ্রিডে রক্ষনাবেক্ষন কাজের জন্য আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোনারগাঁও পৌরসভাসহ পিরোজপুর, শম্ভুপুরা, মোগরাপাড়া, বৈদ্যেরবাজার, সনমান্দি, বারদী ও নোয়াগাঁওসহ ৭টি ইউনিয়নে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্ধ থাকাকালীন সময়ে কেউ যাতে কেউ বিদ্যুৎতের কোন প্রকার মেরামত কাজ না করে সেজন্যও অনুরোধ করা হলো কারণ যে কোন সময় তাদের বিদ্যুৎ চলে আসতে পারে এবং বড় ধরনের দূর্ঘনা ঘটতে পারে। এ সময় তিনি সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ থাকার জন্য আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করেন।