নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আগামীকাল ২৩মার্চ) শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনারগাঁ এলাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে না বলে জানিয়েছেন সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে
সোনারগাঁ উপকেন্দ্রের অভ্যন্তরে জরুরি ইলেকট্রিক্যাল ভেহিক্যাল চার্জিং স্টেশন নির্মান ও উপকেন্দ্রর অভ্যন্তরে জরুরি আপগ্রেডেশন কাজের জন্য ৩৩কেভি ও ১১কেভি সকল সার্কিট রুট চেঞ্জ/নতুন লাইন নির্মান / বিদ্যমান লাইন রিমুভ কাজের জন্যে আগামী ২৩মার্চ শনিবার সকাল ৯:০০ঘটিকা হতে বিকাল ৪:০০ঘটিকা পর্যন্ত* সোনারগাঁও ৩৩কেভি এবং উপকেন্দ্রের সকল ১১কেভি ফিডার সাটডাউন গ্রহন করা হবে।
এসময় সোনারগাঁ পৌরসভা (থানা, স্বাস্থ্য কমপ্লেক্স , উপজেলা কমপ্লেক্স ব্যতীত) আমিনপুর, পানাম, ইছাপাড়া, সম্মান্দি, দড়িকান্দি, সোনাখালি, বাংলাবাজার, অলীপুরা বাজার, ফতেপুর, আমিনপুর, গোয়ালদী, টিপরদী, মোগড়াপাড়া বাসস্ট্যান্ড (পূর্বাংশ), কোম্পানিগঞ্জ, বাড়িমজলিস, হাবিবপুর, ভবনাথপুর, রতনপুর, ভাটিবন্দর, বৈদেরবাজার, সাতভাইপাড়া, বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।