নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
৩য় ধাপের নির্বাচনে গতকাল রবিবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নে চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে চেয়ারম্যান প্রার্থী ছাড়া সংরক্ষতি মহিলা ও সাধারন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি চারটিতে চেয়ারম্যান ও চারটিতে সংরক্ষতিত মহিলা ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিবাচনে জামপুরে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে হুমায়ুন কবির। যিনি ভোট পেয়েছেন ১১৮০৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসরাফুল আলম ভুইয়া মাকসুদ লাঙ্গল প্রতীক ৯৯১০ ভোট।
সাদিপুর ইউনিয়নে ১৫৮৪৪ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ মোল্লা তার নিকটতম লাঙ্গল প্রতীক পেয়েছেন ১২২১৬ ভোট।
নোয়াগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম চশমা প্রতীকে ৪৯৩০ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান উদ্দিন চুন্নু ৪১০৭ ভোট।
শম্ভুপুরা ইউনিয়নে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক ৯২১৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকেরর প্রার্থী নাছির উদ্দির পেয়েছেন ৮৬৯০ ভোট।