নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আগামীকাল ২৬ ফেব্রুয়ারী করোনা টিকা প্রথম ডোজ দেয়া বন্ধ করে দেয়া হবে। সরকারের এমন ঘোষনার পর উপজেলার প্রতিটি টিকা দান কেন্দ্রে টিকা প্রথম ডোজ গ্রহনকারীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে দিন মজুর, খেটে খাওয়া মানুষ ও সাধারণ নিম্ন বিত্ত শ্রেণীর লোকদের দেখে গেছে এ ভীড়ে। যারা এক সময় করোনার টিকা দিতে অনিহা প্রকাশ করেছে তাদের সংখ্যাই বেশী।
টিকা দিতে আসা এক সেবিকা জানান, গত কয়েকদিন ধরে টিকাদান কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। সকাল ৯টা থেকে আমাদের কার্যকম শুরু করার কথা থাকলেও মানুষের ভীড়ের জন্য একটু আগে থেকেই শুরু করে দিয়েছি। মানুষ লাইনে দাড়িয়ে টিকা নিচ্ছে। আমাদের কাছেও পযাপ্ত পরিমান টিকা রয়েছে। সবাইকে টিকা দিয়েই আমরা যাবো। যদিও অনেক লোকের ভীড়ে টিকা দান কষ্ট হয়ে যাচ্ছে তারপরও আমরা আমাদের দায়িত্ব পালন করতে বদ্ধ পরিকর।
টিকা নিতে আসা গুলজাহান জানান, এতোদিন মাইনষের মুহে হুনছি করোনা কিছু না। এহন তেহি অনেক মানুষ মারা যাইতেছে। হগলে টিকা নিতাছে। তাই আমিও টিকা নিতে আইছি। সরকার বলে টিকা বন্ধ করইলা দিবো হে জন্য সকাল সকাল আইয়া লাইন ধরছি।
বিস্তারিত জানতে এখানে ক্রিক করুন: https://m.facebook.com/story.php?story_fbid=4700155936762458&id=673760542735371
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে আজ উপজেলার ৩৩ স্পটে টিকা প্রদান করা হবে। এছাড়া ১২ বছরের উপরের শিশুদের উপজেলে অফিসাস ক্লাবে ও নানাখী উচ্চ বিদ্যালয়ে শিশুদের টিকা প্রদান করা হবে।