গত ৩১ মার্চ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম দিনার ও একই ইউনিয়নের বড়নগর গ্রামের সাদেকা কামাল নিপার জানাযা সম্পুন হয়েছে। সোমবার রাত ১০টার দিকে অস্ট্রেলিয়ার একটি কার্গো বিমানে তাদের লাশ দেশে আসার পর মঙ্গলবার সকাল ১০টায় হাবিবপুর কবরস্থানে দিনারের জানাযা শেষে হাবিবপুর কবরস্থানে দাফন করা হয়েছে। অপরদিকে, সাদেকা কামাল নিপার জানাযা ১১টায় মোগরাপাড়া সাহেব বাড়ি মসজিদে জানাযা শেষে সাহেব বাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি কায়সার হাসনাত, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ বিভিন্ন অংঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।