নিউজ সোনারগাঁ২৪ডটকম:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে পড়েছে প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে। তিতলির প্রভাবে গত কয়েকদিন ধরে সোনারগাঁয়ে চলছে ঝিরিঝিরি ও ভারি বৃষ্টি। ফলে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।
জানাগেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে কয়েকদিন ধরে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে পড়েছে বিরূপ প্রভাব। তীব্র গরমের পর সোনারগাঁয়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে শুরু হওয়া মাঝারি বর্ষণে জনমনে স্বস্তি ফিরেছে। কিন্তু মাঝারী ও ঝিরিঝিরি বৃষ্টিতে স্থবিত হয়ে পড়েছে জন জীবন। থেমে থেমে বৃষ্টির প্রভাবে প্রভাবে ঘর থেকে বেরুতে পারছেনা মানুষ। আবার টানা বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে বাড়ি থেকে বেরিয়েই দুর্ভোগে পড়তে হয়। একটানা বৃষ্টিপাতে প্রধান সড়কগুলোতে ড্রেনের পানি উপচে পড়েছে। ফলে সকাল থেকে সোনারগাঁয়ের ব্যস্ততম এলাকাগুলোতে জনসংখ্যার চাপটা ও কমেছে। মানুষের চাপ কম থাকার কারণে যানবাহন চলাচল করেছ কম। মানুষ কম থাকার কারণে বিপনী বিতানগুলোতে ব্যবসায়িরা অলস সময় পার করেছে। মানুষ না থাকার কারণে ব্যবসা বানিজ্যেও বিরুপ প্রভার পড়েছে।