নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জম্মগত ভাবে হার্টে সমস্যার কারণে অনিশ্চিত ভবিষ্যত তাড়া করে ফিরছে দেড় বছর বয়সের নাফিছা হক রাফাকে। যদিও সে জানে না হার্টে তার কি সমস্যা। অন্য শিশুদের মতোই হেটে চলে আনন্দ ফুর্তি করে চলছেন। মায়ের কোলে কখন বাবার বুকে করে ছুটে বেড়াচ্ছেন এদিক ওদিকে। অসুস্থতা বা মৃত্যু কি জিনিস সেটা না বুঝলেও মেয়ের জন্য ধুঁকে ধুঁকে কেঁদে দিন পার করছেন রাফা মা ও বাবা। মেয়েকে সুস্থ করতে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে। ডাক্তার জানিয়েছেন রাফার হার্টে যে সমস্যা রয়েছে সেটা এখনই অপারেশন করাতে হবে। বয়স বেড়ে গেলে অপারেশনের ঝুঁকিও বেড়ে যাবে। আর অপারেশনের জন্য গুনতে হবে দেড় থেকে আড়াই লাখ টাকা। রাফা বাবা একজন চা পাতা বিক্রেতা। তিনি সিলেট থেকে চাপাতা ক্রয় করে সোনারগাঁয়ের বিভিন্ন হাট-বাজার ও দোকানে বিক্রি করেন এদিয়ে তাদের সংসার চলে। এখন মেয়ের চিকিৎসার কথা শুনে তিনি নিজেই ভেঁঙ্গে পড়েছেন। মেয়ের চিকিৎনার জন্য হাত পাতচ্ছেন বিভিন্ন লোকের কাছে।
রাফারর মা জানান, রাফা জম্মের আগেই ডাক্তার বলেছিলেন তার মেয়ে হার্টে সমস্যা রয়েছে। জম্মের পর তিনি বিভিন্ন হাসপাতালে পরিক্ষা নিরিক্ষা করে ডাক্তার জানিয়েছেন রাফার হার্ট ছিদ্র। সেটা খুব দ্রুত অপারেশন করে সুস্থ করে তুলতে হবে। সেজন্য তাদের প্রয়োজন দেড় থেকে আড়াই লাখ টাকা কিন্তু এতো টাকা দিয়ে রাফার অপারেশন করার সামর্থ তাদের নেই। সে জন্য তিনি সমাজের হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: সোস্যাল ইসলামী ব্যাংক, মোগরাপাড়া শাখা, একাউন্ট নাম্বার ০১৭১৩৪০১৭৫৬০৭।