• রাত ২:০২ মিনিট শুক্রবার
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সনাতন ধর্ম্বালমীদের খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা দুর্গাপুজা উপলক্ষে মান্নানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন পুজা মন্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা প্রদান সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক ১ মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন চাঁদাবাজদের কড়া হুসেয়ারী দিলেন বিএনপি নেতা আতাউর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশার বিদাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫০  সোনারগাঁয়ে শিক্ষা কর্মকর্তার দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে সংবর্ধনা বর্জনের ঘোষনা শিক্ষকদের সোনারগাঁয়ে ইউপি সদস্য গ্রেপ্তার সামাজিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর পথচলা শুরু সংস্কারপন্থী ও লুটেরাদের জায়গা সোনারগাঁয়ে হবে না : মান্নান জামিনে মুক্ত হলেন সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনাল সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁয়ে ইউপিতে যারা প্যানেল চেয়ারম্যান হলেন চেয়ারম্যানদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক সেনা বাহিনীর হাতে থানা বিএনপি যুগ্ন-সম্পাদক আটক ছাত্র সমন্বয়কদের গনিত অলিম্পিয়াড সেজন-১ পুরস্কার বিতরন
বেস্ট ইমার্জিং ডিরেক্টর ইন ফিনটেক অ্যাওয়ার্ড পেলেন ‘নগদ’- এর ইডি মারুফুল

বেস্ট ইমার্জিং ডিরেক্টর ইন ফিনটেক অ্যাওয়ার্ড পেলেন ‘নগদ’- এর ইডি মারুফুল

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ‘নগদ’ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা দ্বি-বার্ষিক বিজনেস প্রকাশনা দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেডের ‘বেস্ট ইমার্জিং ডিরেক্টর ইন ফিনটেক’ হিসেবে মনোনীত হয়েছেন। ঝলক দেশের ফিনটেক সেক্টরে প্রথম ব্যক্তি যিনি মর্যাদাপূর্ণ প্রকাশনা দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড থেকে লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছেন।

মারুফুল ইসলাম ঝলক ‘নগদ’-এর প্রযুক্তিগত দিকগুলো পরিচালনা করে থাকেন। একজন প্রযুক্তিগত স্বপ্নদর্শী হিসেবে তিনি ই-কেওয়াইসি এবং ডি-কেওয়াইসির মতো বিপ্লবূ ধারণা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ই-কেওয়াইসি দেশের আর্থিক খাতে প্রথম সত্যিকারের ডিজিটাল বিপ্লব হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও ‘নগদ’- এর যুগান্তকারী উদ্ভাবন *১৬৭# ডায়াল করে এমএফএস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে সুগম করার ক্ষেত্রেও ভূমিকা রাখছেন তিনি।

প্রক্রিয়াটি ডি-কেওয়াইসি নামে পরিচিত, যা দেশের আর্থিক খাতে রোল মডেল হিসেবে স্বীকৃত।

‘নগদ’-এর যুগান্তকারী উদ্ভাবনগুলো এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সুপরিচিত হয়েছে, যা প্রতিষ্ঠানটিকে গ্রাকদের জন্য ক্যাশ-আউটের চার্জ একক সংখ্যায় কমিয়ে আনতে সাহায্য করেছে। এর মাধ্যমে ‘নগদ’ অল্প সময়েই সাড়ে ছয় কোটি গ্রাহক অর্জন করেছে।

উদ্ভাবনী ফিনটেক সলিউশনগুলো প্রবর্তনে তার অসাধারণ অবদানের জন্য গ্লোবাল ইকোনমিক্স মারুফুল ইসলাম ঝলককে স্বীকৃতি দিয়েছে, যা সত্যিকার অর্থে দেশের আর্থিক শিল্পকে ডিজিটাইজের দিকে নিয়ে গেছে।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘বিশ্বের খ্যাতনামা প্রকাশনী থেকে এই স্বীকৃতি পেয়ে আমি সত্যিকার অর্থে রোমাঞ্চিত। নগদ এই পর্যন্ত অনেকগুলো যুগান্তকারী উদ্ভাবন নিয়ে এসেছে, যা দেশের আর্থিক খাতের অবকাঠামো পরিবর্তন করতে সাহায্য করেছে। এই ধরনের উদ্যোগের অংশ হতে পেরে সত্যিই আনন্দিত এবং একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাকে আগামীতে এরকম ডিজিটাইজ আইডিয়াকে বাস্তবে রূপান্তরিত করতে অনুপ্রাণিত করবে। ’

লিডারশিপ অ্যাওয়ার্ড এর মাধ্যমে, ‘দ্য গ্লোবাল ইকোনমিক্স’ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য বিশ্বজুড়ে বিজনেস লিডারদের তাদের অবদানের জন্য স্বীকৃতি দিয়ে থাকে। এ বছর, প্রকাশনাটি নিজ নিজ ইন্ডাস্ট্রিতে অসাধারণ অবদানের জন্য সারা বিশ্বের ২০ জন শীর্ষ নির্বাহীকে সম্মানিত করেছে।

২০২২ সালের উল্লেখযোগ্য অন্যান্য পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছে ‘বেস্ট ব্যাংকিং সিইও অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ফিলিপাইনের সিআইএমবি ব্যাংক লিমিটেডের বিজয় মনোহরন, বেস্ট ইমার্জিং সিইও ইন ডিজিটাল ওয়েলথ ম্যানেজমেন্ট ‘ ক্যাটাগরিতে সিঙ্গাপুরের স্ট্যাশঅ্যাওয়ের মিশেল ফেরারিও, বেস্ট সিইও ইন ইনভেস্টমেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে কিনভেস্ট কাতারের হুসেইন আবদুল্লাহ এবং বেস্ট এন্ট্রেপ্রেনিয়োর ইন টেলিকম ক্যাটাগরিতে ইরাকের এশিয়াসেল-এর ফারুক মুস্তফা রাসুলসহ প্রমুখ।

এর আগে ২০২১ সালে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদকে বেস্ট ডিএফএস (ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস অ্যাওয়ার্ড) হিসেবে ভূষিত করে দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড। প্রকাশনাটি ‘নগদ’-কে প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের মাপকাঠিতে এই স্বীকৃতি দেয়।


Logo