নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সাবেক এমপি কায়সার। একজন সহজ সরল মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। সবাই যার যার ইচ্ছা মতো দল করলেও দলমত নির্বিশেষে ব্যক্তি হিসেবে তাকে ভালবাসেন সকল দলের লোক। তিনি কারো উপকার না করলেও কারো অপকার করেন না বলেই সবাই জানে। শান্ত প্রকৃতির মানুষকে সবাই ভালবাসেন সেজন্য সবাই তাকে কাছে পেলে গল্প জুড়ে দিতে চান। সে রকমই ঘটনা ঘটেছে বৈদ্যেরবাজার ইউনিয়নে। আসন্ন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের পক্ষে প্রচারনা করতে যান সাবেক এমপি কায়সার হাসনাত। সে সময় তার সাথে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচারনার করতে করতে তিনি দেখেন রাস্তার পাশে বসে জুতো সেলাই করছেন একজন লোক। তখন তিনি মুচিকে দেখে সালাম দিয়ে বলেন কেমন আছেন। মুচি প্রথমে কে সালাম দিয়েছে বুঝতে না পারলেও পরক্ষনে অবাক হয়ে দেখেন তার সামনে হাটু গেড়ে বসে আছেন সাবেক একজন এমপি। কায়সার হাসনাতকে দেখে নিজের অজান্তেই মুখের একফালি হাসি ফুট উঠে। এসময় কায়সার হাসনাত জিজ্ঞেস করেন কেমন আছেন তখন মুচি তখন হাসিমুখে উত্তর দিলেন আমি ভালো আছি। উত্তর শেষে মুচি কায়সারকে জিজ্ঞেস করলেন আমনি কেমন আছেন তখন কায়সার হাসনাতও হাসি মুখে উত্তর দিলেন ভালো আছি। এসময় তিনি মুচিকে তার পরিবার পরিজনরা কেমন জানতে চান।
এসময় মুচি কায়সারের বাবা প্রয়াত আবুল হাসনাত সাহেবের রাজনৈতিক জীবনের কিছু ঘটনা শেয়ার করেন তার সাথে। মুচি বলেন, তার বাবাও জীবিত থাকাকালীন সময়ে নির্বাচনে তার কাছে ভোট চেয়েছিলেন। যদিও সে সময় মুচির বয়স ছিল অনেক কম। তারপরও প্রয়াত নেতা আবুল হাসনাত তাকে দোয়া করতে বলেছিলেন তার জন্য। আজ আপনিও আসলেন আমার কাছে দোয়া চাইতে। দোয়া করি আপনি আপনার পরিবার ও শেখ হাসিনা ভালো থাকুক। নৌকার জয় হোক। পরে কায়সার হাসনাত তার হাতে একটা নৌকার হ্যান্ডবিল দিয়ে বলেন চাচা আগামী ২৬ তারিখে নির্বাচন। নির্বাচনে পরিবারের সকল ভোটারদের নিয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন। আর আমার সালাম সবার কাছে পৌচ্ছে দিবেন।