নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ গত কয়েক বছর ধরে চলা সোনারগাঁ উপজেলার অন্যতম ব্যস্ত এলাকা মোগরাপাড়া চৌরাস্তার যানজট নিরসনে কতই না প্রদক্ষেপ নিয়েছে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা। কিন্তু তাদের কোন প্রদক্ষেপই বাস্তবে কখনোই রূপ নেয়নি। অর্ধবেলা হয়তো বড় জোর একদিন স্থায়ী হয়েছে। কিন্তু এবার সকল রেকর্ড ভঙ্গ করে গত এক সপ্তাহ ধরে মোগরাপাড়া চৌরাস্তা চলছে যানজটুমক্ত। এক সময় যেখানে থানা কিংবা উপজেলাতে যেতে শুরু মোগরাপাড়া চৌরাস্তায় যানজটের কারণে লাগতো ১৫/২০ মিনিট সেখানে গত ১ সপ্তাহ ধরে যাত্রীগন গাড়ীতে বসেন আর যানজটমুক্ত চৌরাস্তা পেরিয়ে রওয়া হন গন্তব্য স্থলে।
জানা গেছে, গত ১ সপ্তাহ আগে সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ দায়িত্ব নেন মোগরাপাড়া চৌরাস্তা থেকে যানজটমুক্ত করতে। তিনি তার পরিকল্পনা মাফিক ফুট ওভার ব্রিজের নিচ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে সেখানে সিএজজি অটোরিক্সা রাখার জায়গা করে দেন। এবং চালকদের উদ্দেশ্যে বলেন কেউ যদি নিদিষ্ট স্থান ছাড়া কোন গাড়ী রাস্তার উপর রাখেন তাহলে সে গাড়ীকে বাজেয়াপ্ত করা হবে। এরপর তিনি প্রতিদিন একবার করে তার পরিকল্পনা মাফিক যানবাহন চলছে কিনা তা তদারকি করে। ফলে আগামী এক সপ্তাহ ধরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে অনেকটাই যানজটমুক্ত ভাবে চলাফেলা করতে পারছে স্থানীয়রা। তবে, মাঝে মধ্যে আমান ইকোনোমিক জোনের ও ফ্রেস কোস্পানীর বড় বড় ট্রাক ও লরি এসে যানজটের সৃষ্টি করলেও তার সাময়িক ।
এব্যাপারে পথচারীরা সোনারগাঁ থানা পুলিশকে ধন্যবাদ জানানি বলেন, আমরা তো ভেবে ছিলাম মোগরাপাড়া চৌরাস্তা এলাকা হয়তো আর কোন দিন যানজটমুক্ত ভাবে চলাফেলা করতে পারবোনা। কিন্তু সোনারগাঁ থানার একজন পুলিশের উদ্যোগে আজ আমরা আবারো যানজটমুক্ত ভাবে চলাফেলা করতে পারছি এটা ভাবতেও অবাক লাগে। এর আগে প্রশাসনের লোকেরা অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সফল হতে পারেনি। এখন মনে করি পুলিশ যদি চায় তাহলে যে কোন অসম্ভবকেই সম্ভব করতে পারে। সেজন্য আন্তরিতার প্রয়োজন।