নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁয়ে জমে উঠেছে ঈদ বাজার। গতবারের তুলনায় এবার ব্যবসায়ীদের বেচা-বিক্রি অনেক ভাল বলেই জানান তারা। কোন কোন ব্যবসায়ী ও ক্রেতা জানান, যানজটের কারণেই মুলত এবার সোনারগাঁয়ের মার্কেটগুলোতে ভীড় লক্ষ্য করা যাচ্ছে। আর এসব ক্রেতারা মুলত দাউকান্দী, তিতাস, মেঘনা থানার বিভিন্ন এলাকা, গজারিয়া ও আড়াই হাজারের বিভিন্ন এলাকা থেকে আসছে এসব ক্রেতা।
বিশেষ করে সোনারগাঁয়ের প্রাণ কেন্দ্রখ্যাত মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে কোন কোন দোকানে পা ফেলার স্থান নেই অবস্থা। দোকানের ভিতর স্থান না থাকায় অনেক ক্রেতাকে দোকানের বাইরে অপেক্ষামান থাকতে দেখা গেছে তার পছন্দের জামাটি ক্রয় করার জন্য। গজারিয়া থেকে আসা আয়েশা নামে একজন বলেন, “আমরা পরিবারের সবাই প্রতিবছর ঢাকার বিভিন্ন মার্কেট থেকে ঈদের কেনা-কাটা করি। কিন্তু,বিভিন্ন গণমাধ্যমে মহাসড় ও রাজধানীর যানজটের খবর দেখে এবং পড়ে ঢাকাতে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছি। ফলে বাধ্য হয়েই সোনারগাঁয়ে এবার শপিং করতে এসেছি। তাছাড়া, সোনারগাঁয়ের মার্কেটগুলোতে বেশ ভাল মানের কাপড়ই দেখা যাচ্ছে। ”
নাম প্রকাশে অনিচ্ছুক এক কাপড় ব্যবসায়ী জানান, গত বছর আমাদের ব্যবসা খুবই খারাপ ছিল। তবে, ধারণা করছি মার্কেটে ক্রেতাদের যে ভীড় দেখা যাচ্ছে শেষ রমজান পর্যন্ত যদি এ চাঁপ অব্যাহত থাকে তাহলে গতবারের ক্ষতি পুষিয়ে ওঠতে পারবে।
মার্কেটগুলোতে ভীড়ের কারণের বিষয়ে জানতে চাইলে দোকানীরাও মনে করছেন মূলত যানজটের কারণেই সাধারণ মানুষ রোজা রেখে ঢাকা যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলার কারণেই এবার সোনারগাঁয়ের মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।