নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
দৈনিক ভোরের কথা পত্রিকার স্টাফ রির্পোটার ও সোনারগাঁও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আনোয়ার হোসেনের বড় ছেলে মো: আলিফ মাহমুদ (১২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০ বছর।
শুক্রবার ভোর ৪ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ১১ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাতুয়াকান্দী গ্রামের ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। আলিফ আহম্মেদ তার বাবা, মা, ভাই, বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সববেদনা জানিয়েছেন।
এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল শোক প্রকাশ করেছেন। আলিফের মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে