নিউজ সোনারগাঁ২৪ডটকম:
দেশ ও জাতির এবং মুসলিম উম্মাহর শান্তির ও কল্যাণ কামনায় সোনারগাঁ উপজেলার প্রতিটি মসজিদে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। এই রমজানের শেষ শুক্রবার (১৫ জুন) জুমাতুল বিদার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে এসব মসজিদগুলোতে। জামাতুল বিদা উপলক্ষে শুক্রবার সকাল থেকে মুসল্লিরা তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে অন্য দিনের তুলনায় জুম্মার জন্য মসজিদগুলোতে একটু আগে ভাগে যেতে থাকেন। অপরদিকে, ব্যবসায়ীরা ঈদের বেচাকেনার কারণে মসজিদের যেতে সামান্য বিলম্ব করলে জামাতের আগেই মসজিদগুলোতে গিয়ে ভীড় করেন। ফলে নামাযের আগেই মসজিদগুলো কানায় কানায় পরিপুন্য হতে থাকে।
নামাযের আগে খুতবায় জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে বয়ান করেন ইমামরা।
মোনাজাতে তিনি বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর সংঘাত বন্ধে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও শান্তি প্রার্থনা করেন। এই রোজায় তাকওয়ার যে চর্চা হয়েছে, তা যেন বাকিটা বছর চর্চা করতে পারেন মুসল্লিরা সে দোয়াও করা হয় মোনাজাতে।