নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গত দুই দিন ধরে সারা দেশের ন্যায় পিয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। পিয়াজের বাজার সকালে একদাম বিকেলে আরেক দাম নিচ্ছে দোকানীরা। গত দুই দিন দাম বেড়েই চলেছে। এতে চরম ভোগান্তীতে পড়েছে ক্রেতারা। এদিকে ভারত থেকে পিয়াজ আসা বন্ধ এমন অজুহাত ও গুজব তুলে পিয়াজের বাজারকে আরো অস্থির করে তুলেছে।
দোকানীরা জানান, গত দুই দিন ধরে ভারত থেকে পিয়াজ রফতানী বন্ধ করে দিয়েছে সেজন্য পাইকারী বাজার থেকে বিভিন্ন সময় বিভিন্ন দামে পিয়াজ ক্রয় করতে হচ্ছে সে কারণে সকালে বিকেলে পিয়াজের দাম বাড়ছে।
ক্রেতারা জানান, গত কাল শুক্রবার সকালে ১১০ টাকা দরে পিয়াজ কিনেছিলাম বিকেলে এসে শুনি ১৪০টাকা।
তবে আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সকাল ৮টার দিকে পিয়াজের দাম ছিলো ১৪০ টাকা, কিছুক্ষন পর সেই পিয়াজ বিক্রি করছে ১৬০ টাকা কেজি।