• রাত ১০:১৮ মিনিট বৃহস্পতিবার
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সনাতন ধর্ম্বালমীদের খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা দুর্গাপুজা উপলক্ষে মান্নানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন পুজা মন্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা প্রদান সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক ১ মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন চাঁদাবাজদের কড়া হুসেয়ারী দিলেন বিএনপি নেতা আতাউর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশার বিদাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫০  সোনারগাঁয়ে শিক্ষা কর্মকর্তার দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে সংবর্ধনা বর্জনের ঘোষনা শিক্ষকদের সোনারগাঁয়ে ইউপি সদস্য গ্রেপ্তার সামাজিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর পথচলা শুরু সংস্কারপন্থী ও লুটেরাদের জায়গা সোনারগাঁয়ে হবে না : মান্নান জামিনে মুক্ত হলেন সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনাল সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁয়ে ইউপিতে যারা প্যানেল চেয়ারম্যান হলেন চেয়ারম্যানদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক সেনা বাহিনীর হাতে থানা বিএনপি যুগ্ন-সম্পাদক আটক ছাত্র সমন্বয়কদের গনিত অলিম্পিয়াড সেজন-১ পুরস্কার বিতরন
সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব শুরু

সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব শুরু

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ  আজ সোমবার থেকে সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের আত্মাধিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে শুরু হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব । এ উপলক্ষ্যে গতকাল রবিবার দুপুরে বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এসময় জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, দেশের সকল ধর্ম বর্নের মানুষ নির্ভিগ্নে তাদের উৎসব পালন করতে পারবেন। পুলিশ সবাইকে সমান গুরুত্ব দিয়ে মাঠে কাজ করছেন। আপনারা জানেন বর্তমানে রোজা চলছে সামনে ঈদ এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের এ তিরোধান উৎসব। এ উৎসব হিন্দু সম্প্রদায়ের হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ যথেষ্ট সহযোগিতা করছেন। উৎসবের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পাঁচশতের মতো নিরাপত্তাকর্মী এখানে দিনরাত কাজ করবেন। পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো উৎসব প্রাঙ্গন। উৎসবকে ঘিরে আশ্রম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।আশা করি সকলের সহযোগিতায় একটি সুন্দর উৎসব উপহার দেয়া সম্ভব হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) খোরশেদ আলম, বারদী আশ্রম কমিটির সভাপতি সাবেক সচিব অশোক মাধব রায়, সাধারন সম্পাদক শংকর কুমার দে, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক প্রমুখ।

এদিকে তিরোধান উৎসব উপলক্ষে আশ্রম কমিটি ৩ দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে, ভক্তিমূলক গান, গীতা ও চন্ডী পাঠ ও আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন। এছাড়াও বিভিন্ন সেবামূলক সংগঠন নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দীর্ঘ ২৬ বছর বারদীতে অবস্থান করার পর ১৫০ বছর বয়সে ১৯ জৈষ্ঠ্য তিনি দেহ ত্যাগ করেন। সেই থেকে বারদী লোকনাথ আশ্রমে ১৯ জৈষ্ঠ্য লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।

তিরেধান উৎসব উপলক্ষে উপ মহাদেশের বিভিন্ন স্থান থেকে লোকনাথ ভক্তরা তাকে ভক্তি জানাতে আসেন। “ওঁ নমো ভগবতে লোকনাথায় নমো” বলে লোকনাথ ব্রহ্মচারীকে ভক্তি জানানো হয়। ইতিমধ্যে দেশ বিদেশের হাজার হাজার লোকনাথ ভক্ত বাস, নৌকা, লঞ্চ ও ট্রলারযোগে আশ্রম এলাকায় সমবেত হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, উৎসব উপলক্ষ্যে আশ্রম ও এর আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। আশ্রমের প্রধান ফটক ও যাত্রী নিবাসের ভবনগুলোতে নানা রকম আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। উৎসবে যোগ দিতে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে সমবেত হয়েছেন। তিরোধান উৎসব উপলক্ষে আশ্রমের বাহিরের মাঠে বসেছে লোকজ মেলা। মেলায় পসরা সাজিয়ে বসছেন বিভিন্ন দোকানীরা। তাছাড়াও শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ, শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন আগত ভক্তদের মাঝে বিনামূল্যে সেবামূলক কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন। সেবার মধ্যে রয়েছে, শিশুদের জন্য দুধ বিতরণ, ঔষধসহ চিকিৎসা সেবা, মিষ্টি, চিড়ামুড়ি, বাতাসা, পানি ও শরববত বিতরণ।

এদিকে নিরাপত্তার স্বার্থে আশ্রমের পুরো এলাকায় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। স্থানীয় প্রশাসন তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করবেন আশ্রম এলাকায়।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুর হক বলেন, শান্তিপূর্ন ও সূশৃঙ্খলভাবে তিরোধান উৎসব উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সদস্যরা মাঠে কাজ করবেন।


Logo