নিউজ সোনারগাঁ টুৃয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পাঁচ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার দিনভর সোনারগাঁয়ের ৫টি এলাকায় মোগরাপাড়া, পিরোজপুর ও সনমান্দী ইউনিয়নের ১৫ গ্রামের ৫ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস সোনারগাঁ বিপনন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম।
তিনি বলেন, ‘উপজেলার তিনটি ইউনিয়নের ১৫ গ্রামের অবৈধ গ্যাস ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই সোনারগাঁয়ের সকল অবৈধ গ্যাস সংযোগ কার্যক্রম সম্পন্ন হবে।’
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সোনারগাঁ থানার পরিদর্শক মাহফুজুর রহমান, প্রকৌশলি তৌফিকুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।