• রাত ১০:৪৯ মিনিট বৃহস্পতিবার
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
বন্দরে মিশুক চালক জাকির নিখোঁজ বন্দরে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সোনারগাঁয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত, বাবাসহ আরেক ছেলে আহত সোনারগাঁয়ে ৯ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ বন্দরে প্রবাসীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা সোনারগাঁয়ের ১১ জনের মনোনয়ন বৈধ ২ জন বাতিল হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন আয় কমেছে এমপি খোকার ও তার স্ত্রীর বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকের ৭ দিন পর মৃত্যু বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকেন ৭ দিন পর মৃত্যু নদীতে ডুবে যাওয়ার ২১ ঘন্টা পর শিশু রিয়াদের লাশ উদ্ধার বন্দরে কিশোর সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার নাইটগার্ড আহত ২৪০ দিনে কুরআনে হাফেজ হলেন খালিদ সাইফুল্লাহ রিদওয়াদ আওয়ামীলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তৃণমুল বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে নাম লেখালের এডভোকেট রোকন সোনারগাঁয়ে ১২ বছরের মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ সোনারগাঁয়ে বড় ভুমিকম্প মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট
সোনারগাঁয়ের হাটগুলোতে গরুর দাম চড়া

সোনারগাঁয়ের হাটগুলোতে গরুর দাম চড়া

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

ঈদ যত ঘনিয়ে আসছে ততই পশুর হাটগুলো জমি উছেঠে। সরগরম হয়ে উঠেছে সোনারগাঁয়ের পশুর হাটগুলো। ঈদকে সামনে রেখে উপজেলা হাটগুলোতে বাড়ছে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা। প্রতিটি হাটের ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি লক্ষনীয়। প্রতিটি হাটে গরুরই বিপুল পরিমান গরু আসলেও বাজার অনেক চড়া। ফলে বেকায়দায় পড়েছেন ক্রেতারা। বিশেষ করে লাখের নিচে গরুগুলো চাহিদা যেমন বেশী তেমনি ক্রেতার সংখ্যাও বেশী। এ সাইজের গরুর উপর ক্রেতা ও বিক্রেতাদের নজর খুব বেশী।

গত কয়েকদিন ধরে সোনারগাঁ উপজেলা বিভিন্ন হাটগুলো ঘুরে দেখা গেছে গত বছরের তুলনায় এবার গরুর বাজার অনেকটা চড়া। প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার ও নেপাল থেকে গরু না আসায় এবার দেশীয় খামারীদের উৎপাদিত গরু দিয়ে চাহিদা পুরণ করতে হচ্ছে সোনারগাঁবাসীর।
উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্যনুযায়ী, সোনারগাঁ উপজেলায় কোরবানীর পশুর চাহিদা রয়েছে প্রায় ২১ হাজার। এরমধ্যে গরুর সংখ্যাই বেশী। সোনারগাঁয়ে প্রায় ৭ শত মতো ছোট বড় গরু খামারী রয়েছেন। তাদের উৎপাদিত গরুর সংখ্যা প্রায় ৩ হাজার ২শতাধিক। সোনারগাঁবাসীর চাহিদা পুরণ করতে নিজেদের ফার্মের পাশাপাশি বাহির থেকে প্রায় দুই তৃতীয়াংশ গরু আসতে হবে। সেই হিসেবে কয়েক দিনের টানা যানজট ও বিভিন্ন জায়গায় গরু বোঝাই ট্রাকগুলো আটকিয়ে রাখায় এবার সোনারগাঁয়ে যে পরিমান গরু অন্য এলাকা থেকে আসার কথা ছিলো সেই পরিমান গরু প্রবেশ করতে পারিনি হাটগুলোতে। ফলে বাজার চাহিদার তুলনায় কিছুটা কম। এতে গরু ব্যাপারী তাদের ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন। বিশেষ করে মাঝারি সাইজের গরুর চাহিদা প্রচুর। আর এ সাইজের গরুর দামটাই বেশী।

পশুর হাটে গরু কিনতে আসা ক্রেতারা জানান, এবার সোনারগাঁয়ে যে পরিমান গরু আসার কথা ছিলো সেই পরিমান গরু প্রবেশ করতে না পারায় স্থানীয় গরু খামারীরা তাদের ইচ্ছামতো গরু দাম হাঁকাচ্ছেন। গরুর দাম জিঞ্জেস করলে তাদের ইচ্ছে মতো দাম চেয়ে বসে থাকেন। তাদের ভাব দেখে মনে হয় গরু বিক্রি করতে আসেনি। এমতাবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য একটু বেশী দামে গরু কিনে বাড়িতে ফিরছেন। গত বছর যে গরুর দাম ৮০ হাজার ছিলো এ বৎসর সে গরুর দাম লাখের উপরে।

অপরদিকে গরু ব্যাপারীরা জানান, খরচ বেশী, খাদ্য ঔষধ, পরিবহন ও রাস্তার খরচ মিলে পশুর দাম বেশী পড়েছে। গতবার যে গরুর ভুসির দাম ২০ টাকা ছিলো সে ভুসির দাম এখন ৩৫ টাকা। এছাড়া অন্যান্য গোখাদ্যগুলোর দাম গত বছরের চেয়ে দ্বিগুন। তাদের গরু উৎপাদন করতেও অনেক বেশী খরচ হয়েছে। তাই গরুর তৈরীর টাকা তুলতে তাদের কিছুটা বেশী দামে বিক্রি করতে হচ্ছে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution