নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দাউদেরগাঁও গ্রামের সৌদী প্রবাসী আনিসুর রহমানের মেয়ে স্কুল ছাত্রী আনিছা আক্তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারিনি পুলিশ। এছাড়া এ হত্যা কান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতারও করতে পারিনি। তবে, পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করলেও তাদের কাছ থেকে হত্যা কান্ডের ব্যাপারে কোন স্বীকারোক্তিমুলক জবানবন্দি পাওয়া যায়নি। দেড় মাসে আনিছার মৃত্যুর রহস্য হত্যার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে না পারায় নিহতের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।
জানা গেছে, নিহত আনিছা ২২ এপ্রিল সোমবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বুধবার চাচা আলমগীর হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের চারদিন পর ২৭ এপ্রিল শুক্রবার সকালে উলুকান্দি গ্রামের আব্দুল মালেক মিয়ার নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ আসতে থাকলে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাঙ্কি থেকে আনিছার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আনিছার মা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আনিছার হত্যার দেড় মাস পেরিয়ে গেলেও হত্যার কান্ডের সাথে জড়িত কোন আসামীকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। এমনকি কি কারণে আনিছাকে হত্যা করা হয়েছে তার কোন রহস্য উদঘাটন করতে পারিনি পুলিশ।
এ ব্যাপারে আনিছার চাচা আলমগীর হোসেন জানান, আমার ভাতিজি হত্যার দেড় মাস পেরিয়ে গেলো কি কারণে কারা আমার ভাতিজিকে খুন করলো এখনো জানতে পারলাম না।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, আনিছার খুনিদের ধরতে পুলিশ কাজ করছে। আশা করি কিছু দিনের মধ্যে অপরাধীরা ধরা পড়বে।