• দুপুর ১:৩৮ মিনিট বৃহস্পতিবার
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত, বাবাসহ আরেক ছেলে আহত সোনারগাঁয়ে ৯ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ বন্দরে প্রবাসীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা সোনারগাঁয়ের ১১ জনের মনোনয়ন বৈধ ২ জন বাতিল হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন আয় কমেছে এমপি খোকার ও তার স্ত্রীর বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকের ৭ দিন পর মৃত্যু বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকেন ৭ দিন পর মৃত্যু নদীতে ডুবে যাওয়ার ২১ ঘন্টা পর শিশু রিয়াদের লাশ উদ্ধার বন্দরে কিশোর সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার নাইটগার্ড আহত ২৪০ দিনে কুরআনে হাফেজ হলেন খালিদ সাইফুল্লাহ রিদওয়াদ আওয়ামীলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তৃণমুল বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে নাম লেখালের এডভোকেট রোকন সোনারগাঁয়ে ১২ বছরের মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ সোনারগাঁয়ে বড় ভুমিকম্প মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট সোনারগাঁ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) এর বৃত্তি পরীক্ষা শুরু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১২ জনের মনোনয়নপত্র জমা
সোনারগাঁয়ে কোরবানীর গরুর ৮০ ভাগ জোগান দেয় মৌসুমী ব্যবসায়ীরা

সোনারগাঁয়ে কোরবানীর গরুর ৮০ ভাগ জোগান দেয় মৌসুমী ব্যবসায়ীরা

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহায় কোরবানীর গরুর শতকরা ৮০ভাগ গরুর চাহিদা পুরন করে মৌসুমী গরু ব্যবসায়ীরা। উপজেলা খামারীরা কোরবানীর জন্য গরু পালন করলেও তার চাহিদার তুলনায় খুবই কম। তাই দেশের বিভিন্ন প্রান্তের হাট থেকে মৌসুমী ব্যবসায়ী গরু কিনে এসে এখানকার স্থায়ী ও অস্থায়ী হাটে গরু বিক্রি করে কোরবানীর গরুর চাহিদা পুরন করে থাকেন।

জানাগেছে, নারায়ণগঞ্জ জেলার মধ্যে সোনারগাঁ উপজেলা অধিক সংখ্যক গরু কোরবানী দিয়ে থাকেন এখানকার বাসিন্দারা। এছাড়া উপজেলাটি শিল্প-এলাকা ঘোষনার পর থেকে দেশের বিভিন্ন এলাকার লোক এখানে স্থায়ীভাবে বসবাস করার কারণে তারাও এখানে কোরবানী দিয়ে থাকেন। সে জন্য অন্যান্য উপজেলার তুলনায় সোনারগাঁয়ে তুলনামুলক ভাবে বেশী গরু কোরবানী করা হয়। কোরবানীর জন্য বানিজ্যিক ভাবে এখানে গরু খামার তৈরী করা হলেও তা চাহিদার তুলনায় শতকরা ২০%। ফলে বাকি ৮০% গরুর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনে এখানকার কোরবানীর গরুর চাহিদা পুরন করে থাকেন মৌসুমী ব্যবসায়ীরা।

সোনারগাঁ উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্যনুযায়ী সোনারগাঁয়ে ছোট বড় মিলিয়ে ৯৮৪টি গরুর খামার রয়েছে। এসব খামারে ষাড়, গাভী, মহিষ ও ছাগল মিলিয়ে প্রায় ৩ হাজার ৬শত পশু রয়েছে। কিন্তু সোনারগাঁ উপজেলা প্রতি বছর ঈদে প্রায় ২১ হাজার গরু ছাগল কোরবানী করা হয়। বাকি পশুগুলো দেশের বিভিন্ন হাট থেকে ব্যবসায়ীরা কিনে এনে বিভিন্ন হাটে তোলেন। তারা জানান, এবার উপজেলা স্থায়ী ও অস্থায়ী মিলে ১৮টি হাটের ইজারা দেয়া হয়েছে। এসব হাটে দেশীয় গরু পাশাপাশি মৌসুমী ব্যবসায়ী গরুর যোগান দিয়ে থাকেন।
গরু ব্যবসায়ী আবু বক্কর জানান, তার নিজের একটি খামার রয়েছে। তার খামারে এবার তিনি ৬টি গরু তৈরী করছেন কোরবানীর জন্য। তার খামার ছাড়াও তিনি সিরাজগঞ্জ হাট থেকে আরো ১০টি গরু কিনে এনেছেন স্থানীয় হাটে বিক্রি করার জন্য। তিনি জানান, প্রতি বছরই তিনি তার পালিত গরুর সাথে অন্য এলাকা থেকে গরু কিনে এনে বিক্রি করেন। এতে তার মোটামুটি ভালো টাকা লাভ হয় সেজন্য নিজের খামারের সাথে বাহিরের গরু কেনেন।

মোগরাপাড়া কলেজ মাঠের ইজারাদার সাইফুল ইসলাম বাবু জানান, আমাদের এলাকায় উল্লেখযোগ্য তেমন গরুর খামার নেই। তারপর আমাদের হাটটি উপজেলা কয়েকটি হাটের মধ্যে সেরা। এখানে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারীরা গরু নিয়ে আসেন। আমরা ইজারাদার হিসেবে খামারীদের নিরাপত্তাসহ বিভিন্ন সুবিধা প্রদান করি। এছাড়া হাটে গরু বিক্রি করে খামারীরা প্রতি বছরই মোট অংকের লাভ পান সেজন্য তারা এখানে নিয়ে আসতে আগ্রহ পোষন করেন। শুরু আমাদের হাট নয় উপজেলা প্রতিটি হাটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসে।
ফরিদ হোসেন
০১৯১৬-৮৬৫৬৬৬


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution