• বিকাল ৪:৫৬ মিনিট বৃহস্পতিবার
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত, বাবাসহ আরেক ছেলে আহত সোনারগাঁয়ে ৯ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ বন্দরে প্রবাসীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা সোনারগাঁয়ের ১১ জনের মনোনয়ন বৈধ ২ জন বাতিল হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন আয় কমেছে এমপি খোকার ও তার স্ত্রীর বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকের ৭ দিন পর মৃত্যু বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকেন ৭ দিন পর মৃত্যু নদীতে ডুবে যাওয়ার ২১ ঘন্টা পর শিশু রিয়াদের লাশ উদ্ধার বন্দরে কিশোর সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার নাইটগার্ড আহত ২৪০ দিনে কুরআনে হাফেজ হলেন খালিদ সাইফুল্লাহ রিদওয়াদ আওয়ামীলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তৃণমুল বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে নাম লেখালের এডভোকেট রোকন সোনারগাঁয়ে ১২ বছরের মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ সোনারগাঁয়ে বড় ভুমিকম্প মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট সোনারগাঁ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) এর বৃত্তি পরীক্ষা শুরু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১২ জনের মনোনয়নপত্র জমা
সোনারগাঁয়ে কোরবানীর মাংসের হাট

সোনারগাঁয়ে কোরবানীর মাংসের হাট

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া, কাঁচপুর ও মেঘনা শিল্পনগরীসহ বিভিন্ন স্থানে বসেছেন কোবানীর মাংসের হাট। কোরবানী ঈদের দিন মানুষের বাড়ি বাড়ি ঘুরে যে মাংস পান গরীর অসহায় লোকজন সে মাংস বিক্রির জন্যই মুলত এ হাট।

আজ (১০ জুন) রবিবার বিকেলে বিভিন্ন বাজারগুলোতে বসে এ হাট। আর এ হাটের ক্রেতা হলেন যারা কোরবানী না করেন তারা আর খাবার হোটেল মালিকরা। আর এ হাটকে কেন্দ্র করে মাংস মাপার পাল্লা নিয়ে বসেন এক ধরনের মৌসুমী দালাল।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় আজ ঈদুল আযহাকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় বসে কোরবানী মাংসের হাট। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর কাঁচাবাজার ও মেঘনা শিল্পাঞ্চল নিউ টাউন মার্কেট ফুটপাতে বসে এ হাট। ঈদের দিন অসহায় গবীর ও ছিন্নমুল মানুষ বিত্তবানদের বাড়ি বাড়ি ঘুরে মাংস সংগ্রহ করেন সে মাংসের কিছু অংশ নিজেদের খাবারের জন্য রেখে বাকি টুকু বাজারে বিক্রি করে দেন। এতে তাদের মাংস খাওয়ার পাশাপাশি বাকি অংশ বিক্রি করে অতিরিক্ত অর্থ ইনকাম করেন তারা। তাদের মাংস বিক্রির জন্য এক ধরনের মৌসুমী দালাল বসেন মাংস মাপার পাল্লা নিয়ে। দালালরা যেখানে পাল্লা নিয়ে বসেন সেখানে মাংস নিয়ে যান মাংস সংগ্রহকারীরা। তাদের মাধম্যে বিক্রেতা ও ক্রেতার দামাদামি হয়। দামাদামি শেষে মাংস বিক্রির পর মাংস বিক্রেতার কাছ থেকে কেজি হিসেবে মেপে দেয়ার কারণে পাল্লার দালাল রাখেন ১০টাকা। এছাড়া প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা। মাংসের বাজার বসাতে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই লাভবান।

নাম না প্রকাশ করার শর্তে এক ছিন্নমুল মাংস বিক্রেতা জানান, বছরের একটা দিন উপলক্ষে তারা মাংস খাওয়ার সুযোগ পান। সে সুযোগে পরিবারের সদস্যদের নিয়ে সকাল বেলা বেরিয়ে পড়েন মাংস সংগ্রহে। বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে এক টুকরো দুই টুকরো করে পরিবারের সবাই মিলে অনেক মাংস সংগ্রহ করা হয়ে যায়। এছাড়া ঈদ উপলক্ষে তারা কারো না কারো বাড়িতে গিয়ে মাংস খাবার ভাগ্যও মিলে যায়। পরিবারের সদস্যদের সংগ্রহ করা মাংস নিজেদের খাবারের জন্য রেখে বাকি টুকু বিক্রি করে দেন এতে কিছু টাকা পান তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক মাংস বিক্রেতা জানান, আমরা আর্থিক অস্বচ্ছতার কারণে কোরবানী দিতে পারেননি। পরিবারের লোকজনকে কোরবানীর মাংস থেকে বঞ্চিত না করতে চুপচাপ এখানে এসে মাংস কিনে নিয়ে যান পরিবারের সদস্যদের জন্য।

অপরদিকে বেসরকারী প্রতিষ্ঠানের এক চাকরীজীবি জানান, তারা এ এলাকায় বাসাভাড়া থেকে চাকরী করেন। সেজন্য তারা কোরবানী করেননি। কিন্তু পরিবারের পরিজনকে কোরবানীর মাংস খাওয়াবেন না সেটা হতে পারে না সেজন্য তিনি এখানে এসেছেন মাংস কিনতে। এছাড়া এ বাজারে মাংসের দামও কম।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution