নিউজ সোনারগা৭২৪ডটকম:
মেঘনা টোল প্লাজার ধীরগতি ও মিটার স্কেলের কারণে গত শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলায় কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তীতে পড়েছে যাত্রী ও যানবাহন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরদার জানান, মেঘনা সেতু টোলপ্লাজা এলাকায় টোল আদায়ে ধীর গতি থাকার কারনে সোনারগাঁ উপজেলা ও মেঘনা সেতুর অপর পাশে গজারিয়া এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া মেঘনা সেতুর দুই পাশে ২টি করে লেন রয়েছে অপরদিকে মেঘনা সেতুটি একটি করে লেন থাকার কারনে অতি দ্রুত গাড়ীগুলো মেঘনা সেতুর মূখে এসে আটকা পড়ে। এসময় কোন গাড়ী কার আগে যাবে এ নিয়ে ড্রাইভারদের মধ্যে প্রতিযোগিতার কারণে বিশৃংঙ্খলা দেখা দেয়। ফলে সেতুর মূখে যানজট লেগে যায়। তিনি আরো জানান, হাইওয়ে পুলিশ রাত দিন যানজট নিরসনে কাজ করার ফলে দুুপুরের দিকে যানজট নিয়ন্ত্রনে আসে।