নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গত কয়েকদিন ধরে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে বাজারগুলোতেও তেল সংকট দেখা দিয়েছে। সরকার তেলের মুল্য নির্ধারন করে দেয়ার পরও বাজারগুলোতে মিলছেনা চাহিদা মোতাবেক তেল। খোলা তেলও প্রতি লিটার কিনতে হচ্ছে অতিরিক্ত মুল্যে। তেলের মুল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে অনেক দোকানদার তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন। তারা জানান প্রতিটি কাষ্টমার আমাদের পরিচিত। প্রতিদিনই তেলের মুল্য নিদিষ্ট হারে থাকছেনা। সরকার নির্ধারণ করছে একদাম আর আমাদের কিনতে হচ্চে বেশী দামে। বেশী দামে কেনার কারণে বিক্রি করতে হচ্ছে বেশী দামে। সে জন্য কাষ্টমারের সাথে তেল বিক্রি নিয়ে বাকবিতন্ডা করতে হয় সে কারণে আপাতত তেল বিক্রি বন্ধ রেখেছি।
জানাগেছে, গত রোজার পর থেকেই ভোজ্য তেলের মুল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। সে কারণে অনেক কোম্পানী তাদের তেল সরবরাহ বন্ধ রাখে। তেল বন্ধ রাখার কারণে স্থানীয় বাজারে তেলের চাহিদা বৃদ্ধি পায়। বিশেষ করে ঈদের সময় তেলের চাহিদা অধিক হারে বৃদ্ধি পেতে থাকে। সে সময় চাহিদা মোতাবেক ভোজ্য তেলের সরবরাহ কম থাকার কারণে তেলের সংকট দেখা দেয়। এদিকে গত দুই তিন আগে সরকার ভোজ্য তেলের দাম নির্ধারন করে দিলেও কোম্পানী এখনও পর্যন্ত বাজারে তেল সরবরাহ স্বাভাবিক করছেনা। বাজারে ১ লিটার বোতল জাত তেলের মুল্য ২শত বেশী দামে কিনতে হচ্ছে। তাও আবার সরবরাহ স্বাভাবিক নয় কিছু দোকানে থাকলেও অনেক দোকানে মিলছেনা সেই তেল। তবে খোলা তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও খোলা তেলের মুল্য পড়ে ২শত টাকার উপরে। সে জন্য অনেক দোকারদার তেল বিক্রি বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন।
তেল কিনতে আসা আশামনি জানান, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে কয়েকদিন দোকানে গেলাম ভোজ্য তেল কেনার জন্য। কোন দোকানে ৫লিটারের কোন বোতল নেই। কিছু দোকানে পাওয়া যাচ্ছে ১ লিটার ও ২ লিটার বোতল। তাও আবার সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশী মুল্যে। খোলা তেল পাচ্ছি সেটার দামও অনেক বেশী।
মোগরাপাড়া চৌরাস্তার মুদি দোকানদার আবেদ জানান, তেল সরবরাহকারী কোম্পানীগুলো ঈদের আগে থেকেই তেল সরবরাহ কম করছে। সে জন্য ঈদে চাহিদা মোতাবেক কাষ্টমারকে তেল দিতে পারিনি। কিছু তেল পেয়েছি সেগুলো পরিচিত কিছু কাস্টমারকে গোপনে দিয়েছি। এখন সরকার তেলের মুল্য নির্ধারন করে দেয়ার পরও মিলছেনা চাহিদা মোতাবেক তেল। খোলা তেলও সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অনেক বেশী।