• দুপুর ১২:২৫ মিনিট বুধবার
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে অবরোধের পক্ষে বিপক্ষে মাঠে নেই কোন দল রাতের আধারে সিএসজিতে এসে ট্রাকে আগুন দিলো দুবৃর্ত্তরা বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার-৪,মোটর সাইকেল জব্দ সোনারগাঁয়ে আওয়ামী-জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ ১১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ লিয়াকত হোসেন খোকা মনোনয়ন পাওয়ায় পৌর জাতীয়পার্টির আনন্দ মিছিল দলীয় মনোনয়ন পেয়েই জমে উঠেছে নির্বাচন কায়সার হাসনাতকে নেতাকর্মীদের সংবর্ধনা মাদ্রাসার রড চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চোর হাসপাতালে সোনারগাঁয়ে আওয়ামীলীগের মনোনয়নে নেতাকর্মীদের আনন্দ মিছিল মিষ্টি বিতরন সোনারগাঁয়ে বিভিন্ন মাছের ঘের এ উচ্ছেদ অভিযান সোনারগাঁয়ে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন আবদুল্লাহ আল কায়সার হাসনাত সোনারগাঁয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৯৪.৫১ সোনারগাঁয়ে এইচএসসি ও সমামানের পরিক্ষায় পাশের হার ৯৪.৫১ পান্থপথে লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় বন্দরে গ্রেপ্তার প্রেমিকের দেয়া আগুনে মৃত্যু হলো প্রেমিকার নাশকতার মামলায় বিএনপি জামায়েত এর তিন নেতাকর্মী গ্রেপ্তার নুনেরটেকে লালপুরীর ৫০তম তরিকত সম্মেলন শুরু সেলিম ওসমানের এবার নির্বাচিত হওয়ার স্বপ্ন পূরণ হওয়া অনেকটাই দোদুল্যমান আমরা নারায়ণগঞ্জে লাঙ্গলের ভার বহন করতে চাই না -আনোয়ার হোসেন এবারও কি সোনারগাঁয়ে জাতীয়পার্টি নাকি আওয়ামীলীগ? সমীকরন যা বলছে
সোনারগাঁয়ে নতুন দামেও মিলছেনা তেল

সোনারগাঁয়ে নতুন দামেও মিলছেনা তেল

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গত কয়েকদিন ধরে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে বাজারগুলোতেও তেল সংকট দেখা দিয়েছে। সরকার তেলের মুল্য নির্ধারন করে দেয়ার পরও বাজারগুলোতে মিলছেনা চাহিদা মোতাবেক তেল। খোলা তেলও প্রতি লিটার কিনতে হচ্ছে অতিরিক্ত মুল্যে। তেলের মুল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে অনেক দোকানদার তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন। তারা জানান প্রতিটি কাষ্টমার আমাদের পরিচিত। প্রতিদিনই তেলের মুল্য নিদিষ্ট হারে থাকছেনা। সরকার নির্ধারণ করছে একদাম আর আমাদের কিনতে হচ্চে বেশী দামে। বেশী দামে কেনার কারণে বিক্রি করতে হচ্ছে বেশী দামে। সে জন্য কাষ্টমারের সাথে তেল বিক্রি নিয়ে বাকবিতন্ডা করতে হয় সে কারণে আপাতত তেল বিক্রি বন্ধ রেখেছি।

জানাগেছে, গত রোজার পর থেকেই ভোজ্য তেলের মুল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। সে কারণে অনেক কোম্পানী তাদের তেল সরবরাহ বন্ধ রাখে। তেল বন্ধ রাখার কারণে স্থানীয় বাজারে তেলের চাহিদা বৃদ্ধি পায়। বিশেষ করে ঈদের সময় তেলের চাহিদা অধিক হারে বৃদ্ধি পেতে থাকে। সে সময় চাহিদা মোতাবেক ভোজ্য তেলের সরবরাহ কম থাকার কারণে তেলের সংকট দেখা দেয়। এদিকে গত দুই তিন আগে সরকার ভোজ্য তেলের দাম নির্ধারন করে দিলেও কোম্পানী এখনও পর্যন্ত বাজারে তেল সরবরাহ স্বাভাবিক করছেনা। বাজারে ১ লিটার বোতল জাত তেলের মুল্য ২শত বেশী দামে কিনতে হচ্ছে। তাও আবার সরবরাহ স্বাভাবিক নয় কিছু দোকানে থাকলেও অনেক দোকানে মিলছেনা সেই তেল। তবে খোলা তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও খোলা তেলের মুল্য পড়ে ২শত টাকার উপরে। সে জন্য অনেক দোকারদার তেল বিক্রি বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন।

তেল কিনতে আসা আশামনি জানান, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে কয়েকদিন দোকানে গেলাম ভোজ্য তেল কেনার জন্য। কোন দোকানে ৫লিটারের কোন বোতল নেই। কিছু দোকানে পাওয়া যাচ্ছে ১ লিটার ও ২ লিটার বোতল। তাও আবার সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশী মুল্যে। খোলা তেল পাচ্ছি সেটার দামও অনেক বেশী।

মোগরাপাড়া চৌরাস্তার মুদি দোকানদার আবেদ জানান, তেল সরবরাহকারী কোম্পানীগুলো ঈদের আগে থেকেই তেল সরবরাহ কম করছে। সে জন্য ঈদে চাহিদা মোতাবেক কাষ্টমারকে তেল দিতে পারিনি। কিছু তেল পেয়েছি সেগুলো পরিচিত কিছু কাস্টমারকে গোপনে দিয়েছি। এখন সরকার তেলের মুল্য নির্ধারন করে দেয়ার পরও মিলছেনা চাহিদা মোতাবেক তেল। খোলা তেলও সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অনেক বেশী।

 


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution