নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: তৃতীয় ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য ধাপের মতো দুএকটি বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্র পাহারায় নিয়োজিত ছিলো একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসারসহ ৪৪ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছেন বিচারিক ও নির্বাহী হাকিমরা। এছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে উপজেলার ১০ টি ইউপির মধ্যে ৮ টি ইউপিতে একযোগে ভোটগ্রহণ চলছে। ৪টি সবকটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করে নৌকার মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এর মধ্যে মনোনয়নপত্র জমার শেষ দিনে পিরোজপুর, কাঁচপুর, বারদী ও সনমান্দি ইউনিয়নে কোনো চেয়ারম্যান প্রার্থী না থাকায় যথাক্রমে ইঞ্জিনিয়ার মাসুম, মোশারফ ওমর, লায়ন বাবুল ও জাহিদ হাসান জিন্নাহ বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হোন। বাকি ৪ ইউপির মধ্যে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবির ভূঁইয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আশরাফুল ভূঁইয়া মাকসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী শাহ মোহাম্মদ হানিফ।