নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির ঘোষনা করা হয়েছে। ১৩ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূইয়াকে আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। এছাড়া সদস্য পদে রয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর বিরু, শিল্প ও বানিজ্য সম্পাদক এসএম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু ওমর, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মাহামুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু খান।