নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। গতকাল বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা কামতাল ফাঁড়ি এলাকায় মারাত্মক সড়ক দূর্ঘটনার শিকার হন। দুঘর্টনায় তার তেমন কিছু না হলেও তার ব্যক্তিগত প্রাইভেটকার চালক মারাত্মকভাবে আহত হয়েছেন। মারাত্মক আহত ড্রাইভারকে উদ্ধার করে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকালে শামসুল ইসলাম ভূঁইয়া তার নারায়ণগঞ্জস্থ নিজ বাড়ি থেকে ব্যক্তিগত প্রাইভেটকারযোগে সোনারগাঁ উপজেলায় প্রশাসনের আমন্ত্রনে ইফতার মাহফিলে যোগদান করার জন্য বাসা থেকে বের হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা কামতাল ফাঁড়ি এলাকায় বিকাল ৪টার দিকে ফ্রেস কোম্পানীর পণ্যবাহী ট্রাক তার প্রাইভেটকারটিকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই তিনি সামান্য আহত হলেও তার প্রাইভেটকারের চালক রফিক মিয়া মারাত্মকভাবে আহত হন। আহত চালক রফিক মিয়াকে উদ্ধার করে নারায়ণগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূঘর্টনায় দুমড়ে-মুচড়ে যায় তার ব্যবহৃত প্রাইভেটকারটি।
আহত শামসুল ইসলাম ভূঁইয়া জানান, ফ্রেস কোম্পানীর একটি ট্টাক বেপরোয়া গতিতে এসে তার প্রাইভেটকারটিকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তিনি ও তার প্রাইভেটকারের চালক মারাত্মকভাবে আহত হন। তবে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় তার চেয়ে বেশি আহত হয়েছেন তার প্রাইভেটকারের চালক রফিক মিয়া।