নিউজ সোনারগাঁ২৪ডটকম:
বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরুর উদ্যোগে এক বর্নাঢ্য র্যালির অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ফজলুল হক ইউমেন্স কলেজ থেকে শুরু হয়ে সোনারগাঁ উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা শহীন মিনারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীতে বিভিন্ন ফেষ্টুন প্রে-কার্ড, জাতীয় পতাকা ও ক্যাপ মাথায় দিয়ে “সোনারগাঁয়ে মাটি অধ্যাপক বিরুর ঘাটি ”এ শ্লোগান দিয়ে নেতাকর্মীরা র্যালীতে অংশ গ্রহন করেন।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শাহ জাহান খান, এডভোকেট নুরজাহান, নেকবর হোসেন নাহিদ সহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসনাত শহীদ বাদল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ আবু জাফর চৌধুরী বিরু আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যার্শী। সেই লক্ষ্যেই তিনি এলাকায় দীর্ঘদিন যাবত বিভিন্ন দলীয় কর্মীসূচী সহ মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।