নিউজ সোনারগাঁ২৪ডটকম:
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেছেন, বিগত ৫ বছর আমি যে ভাবে সোনারগাঁবাসীর পাশে থেকে তাদের সেবা করেছি আগামী ৫ বছরও আমি তাদের পাশে থেকে সেবক হয়ে সোনারগাঁবাসীর সেবা করতে চাই। ৭ জানুয়ারী বৃহস্পতিবার বৈদ্যেরবাজার পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের জনগন দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাংসদ লিয়াকতের স্ত্রী ডালিয়া লিয়াকত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত এডভোকেট সভাপতি সামছুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব হোসেন সরকার প্রমূখ।