নিউজ সোনারগাঁ২৪ডটকম: জাতীয় সংসদ নির্বাচন শেষ হবার পর এখন আলোচনা চলছে উপজেলা পরিষদ নির্বাচনের। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তিনটি পদের দলীয় মনোনয়নের জন্য সর্বোচ্চ তিনজন করে নয়জন প্রার্থীর তালিকা পাঠাতে তৃণমূল কমিটিগুলোকে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান এই তিন পদে উপজেলা পরিষদের নির্বাচন হবে। ইতিমধ্যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নাম সংগ্রহ চলছে বলে আওয়ামী লীগের একটি ঘনিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে। প্রার্থীদের এই তালিকা আগামী ৩১ জানুয়ারির মধ্যে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
আগামী মার্চে কয়েক ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণার কথাও জানিয়েছে কমিশন। এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন হবে। তবে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে ভিন্ন ভিন্ন প্রতীকে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনেও সর্বোচ্চ সাফল্য পেতে এ প্রস্তুতি চলছে। দলীয় প্রতীকে চেয়ারম্যান পদ ছাড়াও অন্য দুটি ভাইস চেয়ারম্যান পদেও একক প্রার্থী নিয়ে মাঠে নামতে চায় এই দল। এ বিষয়ে জেলা কমিটিগুলোকে বিভিন্ন দিক নির্দেশনাও দিয়েছে দলটি।
আগামী উপজেলা নির্বাচনে সোনারগাঁ থেকে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক এসএম জাহাঙ্গীর হোসেন।