নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁয়ে বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকাকে নিয়ে ষ্ট্যাটাস দেওয়ার একদিন পর আজ শনিবার বিকালে সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সারকে নিয়ে ষ্ট্যাটাস দিলেন ইটালী প্রবাসী জাহাঙ্গীর আলম। ষ্ট্যাটাসে তিনি চৈতী কম্পোজিটের দূষিত বর্জ্য নিয়ে তার ও সাবেক এমপি কায়সারের অবস্থান স্পষ্ট করেছেন।
ষ্ট্যাটাসে তিনি লিখেন. সোনারগাঁ বাসির অবগতির জন্য কিছু লিখতে হবে আজ। বেশ কয়েক জনের প্রশ্ন ছিলো আমার নিকট,আগের এম,পি, কে কেনো বলিনি চৈতির দূষিত পানি বন্ধ করার জন্য? কাউছার যখন নমিনেশন পেয়েছে ঠিক তখনই কাউছারকে বলেছিলাম, যদি ইলেকশনে পাশ করো প্রথমত চৈতির দূষিত পানিটা বন্ধ করবা। জবাবে কাউছার বলেছিলো ইনশাআল্লাহ পাশ করলে সুখবর পেয়ে যাবেন। তার পর ইলেকশনে পাশ করলো, তিন মাস পেড়িয়ে গেলো কোনো খবর নাই।একদিন ফোন করলাম কাউছারকে, জানতে চাইলাম চৈতির ব্যাপারে কি করলা? জবাবে যাই হোক অনেক কথা। তাকে ১৫ দিন সময় বেধে দিয়েছিলাম। এবং এই ১৫ দিনে প্রায় ১৬ বিঘা জমি কাটিয়ে ঐখানে দূষিত পানি ফালানোর ব্যাবস্থা করে ছিলো কাউছার এম,পি, এবং নেতা কালাম ভাইকে সামনে রেখে টিএনো সাহেবকে দিয়ে একটা চিঠি লিখিয়েছিলো।ঐ চিঠি টিওনো সাহেব এবং ওসি সাহেবের মাধ্যমে চৈতির fectory তে পাঠিয়ে ছিলো। তার পর ১৫ দিনে ১৬ বিঘা জমি খনন করিয়ে ছিলো কাউছার।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় চৈতী কম্পোজিটের দুষিত বর্জ্য নিরসন করে পৌরসভাসহ ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষের দূর্ভোগ লাগবে বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকাকে কিছু করার জন্য আহবান জানিয়ে তার ফেইজবুক আইডিতে একটি ষ্ট্যাটাস ইটালি প্রবাসী জাহাঙ্গীর আলম। সে আহবান নিউজ সোনারগাঁ২৪ডটকমে প্রকাশিত হলে ও জাহাঙ্গীর আলমের ফেইসবুকে উভয় পক্ষের নেতাকর্মী ও তাদের প্রিয়জনেরা বিভিন্ন যুক্তি দিয়ে একে অপরকে বুঝানোর চেষ্টা করেন এবং চৈতির এ সমস্যা থেকে নিরসনের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। কেউ কেউ জাহাঙ্গীর আলমকে বিভিন্ন প্রশ্নের সম্মূখিনও করেন। ফলে শনিবার সারা দিন সোনারগাঁবাসীর কাছে বর্তমান এমপিকে নিয়ে জাহাঙ্গীর হোসেনের এ ষ্ট্যাটাসটি বেশ আলোড়ন সৃষ্টি করে।