নিউজ সোনারগাঁ২৪ডটকম:
চৈতীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেনকে খোকাকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ইটালী প্রবাসী জাহাঙ্গীর আলম। শনিবার রাতে তার নিজস্ব ফেইসবুক আইডিতে তিনি লিখেন, আমি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করি। আপনি হাজারো মানষের দাবি নিয়ে চৈতীর ব্যাপারটা আমলে নিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। এসময় তিনি আরো লিখেন, আপনি সোনারগাঁয়ের এমপি আপনার রাস্তা অবরোধের দরকার নাই জনপ্রতিনিধি হিসেবে আপনার ক্ষমতা যতেষ্ট। আপনি প্রশাসনকে সাথে নিয়ে চৈতীকে সীলগালা করে দিতে পারেন কারণ চৈতী পরিবেশ মন্ত্রণালয়ের আইন লংঘন করে কোম্পানী চালাচ্ছে। তবে, সাবধানে থাকবেন চৈতী আপনাকে ও প্রশাসনকে কেনার জন্য চেষ্টা করতে পারে।
নিম্নে প্রবাসীর স্ট্যাটাসটি হুবুহুব তুলে ধারা হলো:
মাননীয় এম,পি সাহেবকে ধন্যবাদ জানাই চৈতির ব্যাপারটা আমলে নেয়ার জন্য।হাজারো সোনারগাঁ বাসির দাবি নিয়ে মাঠে নামার জন্য।আমি সব সময় সাদাকে সাদা আর কালোকে কালোই বলি।ভালো কাজ করলে তার প্রসংশা করতে মোটেও কৃপণতা করিনা।আপনি বলেছেন চৈতির বিষাক্ত পানি বন্ধের জন্য প্রয়জনে সরগ অবরোধ করবেন।আপনি যেহেতু সোনারগাঁয়ের এম,পি তাই অবরোধের দরকার পরবেনা,কারণ আপনার ক্ষমতা বলেই বন্ধ করতে পারবেন।সোনারগাঁয়ের জনপ্রতিনিধি হিসাবে আপনার ক্ষমতাই যথেষ্ট। প্রশাসনকে সাথে নিয়ে চৈতিকে
শীলগালা করতে পারেন যেকোনো সময়।কারণ চৈতি পরিবেশ মন্ত্রণালয়ের আইন লংঘন করে তার company চালাইতেছে।আপনি দয়াকরে সাবধানে থাকবেন।এখন চৈতি আপনাকে এবং প্রশাসনকে কেনার অফার দিবে।এইভাবেই সবাইকে ম্যানেজ করে
তার company চালাইতেছে।যে ম্যানেজ করতে আসবে তাকেই এরেস্ট করাইবেন।তাহলে আপনার অভিযান সাথ`ক।