নিউজ সোনারগাঁ২৪ডটকম:
জাতীয়পার্টির মহিলা দলের সাধারণ সম্পাদক ও এরশাদের পালিত কন্যা অন্যান্য হোসাইন মৌসুমী বলেছেন. আমার দলের সভাপতি হোসাইন মোহাম্মদ এরশাদের নির্দেশ পেয়েই আজ থেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করেছি এবং নির্বাচনী মাঠে কাজ শুরু করেছি। এছাড়া এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন সোনারগা উপজেলার সাদিপুর ইউনিয়নে প্রথম এসে এখানকার রেললাইন উঠিয়ে এশিয়ান হাইওয়ে সড়কের উদ্ধোধন ও সাদিপুরে প্রথম বিদ্যুৎ লাইন বসিয়ে ছিলেন। তাই আমি তার নির্দেশ মোতাবেক সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন দিয়েই আমার নির্বাচনী প্রচারনা শুরু করলাম।
শুক্রবার বিকালে সাদিপুর ইউনিয়ন মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি অনেক দিন যাবৎ দলের গুরুত্বপূর্ন কাজে বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছি। এখন আমার বাবা আমাকে নির্দেশ প্রদান করেছেন সোনারগাঁয়ে এসে লাঙ্গলের ভোট চাওয়ার জন্য। তিনি আমাকে নির্বাচন করার জন্য সবুজ সংকেত দিয়েছেন। আমি তার সংকেতে আপনাদের কাছে ফিরে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সোনারগাঁ আসন থেকে লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করবো। এসময় উপস্থিত ছিলেন জাতীয়পার্টির মহিলা দলের সহ-সভাপতি ফেরদৌসী হোসেন বকুল, ঢাকা উত্তর মহিলা দলের সভাপতি খালেদা আক্তার, পৌরসভা মহিলা দলের নেত্রী পারুল আক্তারসহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও পুরুষ সদস্য।
উঠান বৈঠক শেষে নেতাকর্মীদের নিয়ে মৌসুমী হোসাইন নয়াপুর বাজারে গণসংযোগ করে লাঙ্গলের পক্ষে ভোট প্রার্থনা করেন।