নিউজ সোনারগাঁ টোয়েন্টিফোর ডটকম: সােনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । আজ বুধবার সন্ধ্যায় রয়েল রিসাের্টে অন্যান্য নেতা কর্মীদের উপস্থিতিতে হানিফ হককে আহবায়ক ও রুকন মিয়াকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘােষণা দিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও সােনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হােসেন খােকা ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, পিরােজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম ভুইয়া, জাতীয় পার্টির নেতা আলমগীর কবির, সােনারগাঁ উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাস্টারসহ অন্যান্য নেতাকর্মী ।
এসময় পিরােজপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মনির হােসেনের নেতৃত্বে নেতাকর্মী সংসদ সদস্য লিয়াকত হােসেন খােকার হাতে ফুলের তােরা দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন ।
শেষে নব গঠিত আহবায়ক কমিটির সদস্যরাও লিয়াকত হােসেন খােকাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বলেন, তরুনদের সাথে নিয়ে আগামী দিনে জাতীয় পার্টির সহযােগী সংগঠন হিসেবে আমরা মাঠে কাজ করে যাবাে ।