নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আগামী ৩১শে মার্চ সোনারগাঁ উপজেলা নির্বাচনকে সামনে রেখে বৈদ্যেরবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালামের পক্ষে গণসংযোগে নামেছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ ও সাবেক চেয়ারম্যান মাহবুব রহমান। রবিবার সকাল থেকে তারা বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এ গণসংযোগ করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে বর্তমান চেয়ারম্যান ডাঃ আব্দুল রউফ বলেন, মাহফুজুর রহমান কালাম একজন কর্মী বান্ধব নেতা। তিনি যে কোন পরিস্থিতে দলের নেতাকর্মীদের দুঃখে ঝাপিয়ে পড়ে দুঃখ লাগবের চেষ্টা করেন। আগামী দিনে চলার পথে এরকম নেতাকেই আমরা কাছে চাই। সে জন্য বৈদ্যেরবাজার ইউনিয়ন বাসীকে তিনি ঘোড়া মার্কায় ভোট দিতে অনুরোধ জানান।
এসময় সাবেক চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, মাহফুজুর রহমান কালাম দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। দলের দুসময়েও তিনি দলের নেতাকর্মীকে নিয়ে আওয়ামীলীগকে বাঁচিয়ে রেখেছেন। তিনি একজন দক্ষ ও কর্মী বান্ধব নেতা। এরকম কর্মী বান্ধব নেতা ও সংগঠক দলের জন্য একান্ত প্রয়োজন। আমরা চাই সোনারগাঁ আওয়ামীলীগকে বাঁিচয়ে রাখতে কালামের মতো একজন নেতা প্রয়োজন। সেজন্য আমি আপনাদের অনুরোধ করবো আগামী ৩১ তারিখে সারাদিন ঘোড়া মার্কায় ভোট দিন।