নিউজ সোনারগাঁ৪ডটকম: আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি ঐক্য ফোরাম কোন সন্ত্রাসীর পক্ষে মাঠে নামবে না বলে জানা গেছে। উপজেলায় শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকেই তারা সমর্থন দিবেন বলে দাবি করেছেন।
সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন- জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুদ্দিন খাঁন আবু, বর্তমান ভাইস চেয়ারম্যান শাহ আলম মিয়া রূপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক নেকবর হোসেন নাহিদ ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ওমর বাবু।
এদের মধ্যে বাবুল ওমর বাবু কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমরের ছোট ভাই। সম্প্রতি তাকে নিয়ে একটি মহল উপজেলা জুড়ে গুঞ্জন রটাচ্ছে যে বাবু ওমরকে নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী এমপি ও সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। কিন্তু তথ্যানুসন্ধানে এর কোন ভিত্তি পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের নাম প্রকাশে অনিচ্ছুক নেতৃবৃন্দ জানান, বাবু ওমরের বিরুদ্ধে কাঁচপুর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ ফুটপাত ও পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের পক্ষ থেকে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজকে সমর্থন দেয়ার প্রশ্নই উঠে না। লিয়াকত হোসেন খোকা একজন সুস্থ ধারার রাজনীতিবিদ হওয়ায় আমরা তাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছি।
কাজেই তিনি আমাদের মতামতকে উপেক্ষা করে প্রার্থী দিতে পারেন না। উপজেলায় শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে আমরা যাকে চাইবো জননেতা লিয়াকত হোসেন খোকা তাকেই সমর্থন দিবেন বলে আমরা বিশ্বাস করি। তথ্য সুত্র: যুগের চিন্তা ডটকম