• রাত ১১:২৪ মিনিট রবিবার
  • ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
অন্ডোকেষে আঘাতে স্বামীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় স্ত্রী কারাগারে সোনারগাঁয়ে স্বামীর অন্ডকোষে স্ত্রী আঘাত: স্বামীর মৃত্যু সোনারগাঁয়ে ৪ দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পিতা-পুত্রকে কুপিয়ে জখম সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও উন্নয়ন মেলা সোনারগাঁয়ে কাঠ বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার পিরোজপুরে স্থানীয় সরকার দিবস পালন সোনারগাঁয়ে অটোর ধাক্কায় শিশু নিহত কারাবন্দি আলেমদের মুক্তি চেয়ে জামায়াতের মানববন্ধন মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে: মুক্তি চেয়ে গৃহিণীর আহাজারি অতি কথনে বিষ ছড়াচ্ছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগে সোনারগাঁয়ে দুই মোবাইল দোকানে দুর্ধষ চুরি সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই সাংবাদিক আকতার হাবিবের পিতার স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল কালো তালিকাভুক্ত হলো মোগরাপাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ১৬ সেপ্টেম্বর সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভায় শামীম ওসমান সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি পালিত সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত সোনারগাঁয়ে স্বামীর মোটর সাইকেলের চাকায় ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু
খন্দকার আবু জাফরের মন্তব্যের কঠোর জবাব দিলেন রিয়াজ উদ্দিন

খন্দকার আবু জাফরের মন্তব্যের কঠোর জবাব দিলেন রিয়াজ উদ্দিন

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যের কারনে ব্যাপক সমালোচনায় পড়েছে উপজেলা বিএনপি। এর মধ্যে সভাপতি খন্দকার আবু জাফর ভারপ্রাপ্ত সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদ দুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে সাদিপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পদ থেকে আমির হোসেনকে সরিয়ে সেলিম সরকারকে স্থলাভিষিক্ত করার প্রতিবাদও জানান জাফর। দাবি করেন- আমির হোসেনই সেক্রেটারি। সেলিম সরকার সেক্রেটারি নয়। কেউ যদি এটা করে থাকে তাহলে সেটা বৈধ নয়। রিয়াজ উদ্দীনও ভারপ্রাপ্ত সভাপতি নয় এবং কাজী নজরুল ইসলাম টিটুও সাংগঠনিক সম্পাদক নয়। জাফর এখনও সভাপতি ও শাহআলম মুকুল সাংগঠনিক সম্পাদক পদে বহাল রয়েছেন বলেও দাবি করেছেন। তবে এ বিষয়ে খন্দকার আবু জাফরকে কঠোর জবাব দিয়েছে রিয়াজ উদ্দীন।

এদিকে মিডিয়াতে রিয়াজ উদ্দীন দাবি করেছেন- মিথ্যাচার করেছেন খন্দকার আবু জাফর। তার অভিযোগ জাফর গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। শনিবার দুপুর নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দাবি করা রিয়াজ উদ্দীন।

রিয়াজউদ্দিন বলেন, ২০১৪ সালে খন্দকার খন্দকার আবু জাফরকে সভাপতি ও আজহারুল ইসলাম মান্নানকে সাধারণ সম্পাদক করে সোনারাগাঁ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সেই সময় মোস্তাফিজুর রহমান মামুনকে সিনিয়র সহ-সভাপতি ও পরবর্তী সহ-সভাপতি পদে আমাকে পদায়ন করা হয়। কমিটি ঘোষণা করার কিছুদিন পর মোস্তাফিজুর রহমান মামুন হৃদরোগে আক্রান্ত প্যারালাইজড রোগে হয়ে দল থেকে লিখিতভাবে অব্যাহতি নেন। তার অব্যাহতির পর থেকে আমি দলের ১নং সিনিয়ন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

এছাড়াও তিনি বলেন, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া খন্দকার আবু জাফর গত তিন বছর যাবত দলের কোন কর্মকান্ডে অংশগ্রহণ করেন না। তার অবর্তমানে দলের সকল দায়িত্ব আমাকে পালন করতে হয়। তিনি ব্যবসার কাজে সবসময় দেশের বাহিরে অবস্থান করেন। দলের দুঃসময়ে সভাপতির অবর্তমানে আমাকেই দায়িত্ব পালন করতে হয়। গত কয়েক বছর আগে জাতীয় মে দিবস উপলক্ষে কাঁচপুর বালুর মাঠে দলের চেয়ারপারসন খালেদা জিয়া যখন জনসভা করেছিলেন। সেই জনসভার আগে যতগুলি প্রস্তুতিমুলক সভা হয়েছে তার প্রত্যেকটিতে আমি সভাপতিত্ব করেছিলাম।

এছাড়া রোযার সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেঘনা শিল্পাঞ্চলে এসেছিলেন সেই সময় আমিই ওই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সভাপতিত্ব করেছি। তখন তো জাফর সাহেব কোন প্রতিবাদ করেননি। এখন তিনি পবিত্র হজ্জ পালনে সৌদি আরব রয়েছেন সেই হিসেবে দলের গঠনতন্ত্র অনুযায়ী আমি দলের ভারপ্রাপ্ত সভাপতি। তাই দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সাদিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদ থেকে আমির হোসেনকে অব্যাহতি দিয়ে হাজী সেলিম সরকারকে সাধারণ সম্পাদক পদে পদায়ন করেছি। এটা বৈধ এবং গঠনতন্ত্র অনুযায়ী।

অন্যদিকে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন নিউজ সোনারগাঁও টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক বছর পূর্বেই আমি অসুস্থ্য হওয়ার পর দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution