নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিভিন্ন নেতা-কর্মীদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোনারগাঁ শাখা শুক্রবার পৌর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাকারিয়া ভূঁইয়ার সভাপতিত্বে সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মোঃ মিজানুর রহমানের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন সোনারগাঁ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহজালাল, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জিকু, যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা বাবু, যুগ্ম-আহ্বায়ক তাইজুল ইসলাম, সোনারগাঁও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ নাদিম, যুগ্ম-আহ্বায়ক ফারুক, সদস্য মোঃ রনি, মোঃ মারুফ, মোঃ জনি।
এসময় সোনারগাঁও ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আল-মামুন, সদস্য মোঃ শাকিল। কাঁচপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আফজাল দেওয়ান, মোঃ ইয়াছিন, মোঃ সুমন, সাদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ ইয়াছিন, মোঃ আসাদ, শাহাদাৎ হোসেন রনি, জামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ ফজলে রিমন, মোঃ সাহেদ, মোঃ সজীব, মোঃ কালাম, বারদী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রাসেল, মোঃ হানিফ, মোঃ রায়হান, মোঃ মোশাররফ, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ বিল্লাল এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।