নিউজ সোনরাগাঁ২৪ডটকম:
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজিব সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে মশিউর রহমান রনিকে সভাপতি করা হয়েছে।
মঙ্গলবার ৫ জুন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১২ সদস্যের একটি কমিটি ঘোষনা দেন। কমিটিতে সজিবকে সাধারন সম্পাদক করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ পেয়ে খায়রুল ইসলাম সজিব নিউজ সোনারগাঁকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আমাকে ভালবেসে আমার উপর যে গুরু দায়িত্ব অর্পন করেছেন অামি যেন জেলার প্রত্যেকটি ছাত্রদলের নেতা ও কর্মীকে সাথে নিয়ে খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক আমার দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করছি।