নিউজ সোনারগাঁ২৪ডটকম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির যুগ্ম মহা সচিব লিয়াকত হোসেন খোকার পক্ষে একাট্টা সোনারগাঁ আওয়ামীলীগ। ইতিমধ্যে একাধিক সভা করে স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে কাজ করার ঘোষনা দিয়েছেন। তাছাড়া জনপ্রতিনিধি ঐক্য ফোরামের নেতৃবৃন্দও খোকার পক্ষে মাঠে নেমেছেন। আওয়ামীলীগ ও জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সমর্থন পেয়ে খোকা শিবির অনেকটাই নির্ভার অবস্থায় রয়েছেন। খোকার নির্বাচনী প্রচার প্রচারনায় সোনারগাঁ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামুছুল ইসলাম ভূইঁয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এডভোকেট নূরজাহান বেগম, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ আহমেদ তাদের কর্মী সমর্থকদের নিয়ে সরাসরি মাঠে নেমে কাজ করছেন।
এছাড়া সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ওমর, বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাও নিউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব, সন্মান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ও সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু নির্বাচনী প্রচারনায় সক্রিয় আছেন।
খোকা সমর্থকদের দাবী সোনারগাঁ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন, জনপ্রতিনিধি ঐক্য ফোরামসহ সাধারণ নেতাকর্মীরা লাঙ্গলের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছেন। ফলে আগামী ৩০ডিসেম্বর সোনারগাঁবাসীর রায় লিয়াকত হোসেন খোকার পক্ষেই যাবে বলে তারে বিশ্বাস।