নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।বুধবার বাদ জোহর সোনারগাঁও পৌরসভার সিরাতুল মুস্তাকিম মাদ্রাসা ও এতিম খানায় এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁ থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলাম সফি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আনিসুল হক খান, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মনির, ফারুক আহমেদ, আতা রাব্বী জুয়েল, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মাসুদ রানা বাবু, নাজমুল হক সাজু, পৌরসভা ছাত্রদল নেতা কাজী নাইমুর রহমান নাদিম, ফরহাদ শিকদার প্রমুখ।