নিউজ সোনারগাঁ২৪ডটকম:
বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা অাওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর উদ্যোগে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকেলে পর্যন্ত প্রায় সহস্রাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ৮টি বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সামসুউদ্দিন খান আবু, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সোহবারউদ্দিন, জিসান আহম্মেদ, দেওয়ান মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিল্লাল হোসেন, আব্দুল মতিনসহ বিপুল সংখ্যক আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।